X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

মুন্সীগঞ্জে ‘বাবলা ও বাদশা বাহিনীর’ গোলাগুলির ঘটনায় গ্রেফতার ১৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৪, ২০:১১আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ২০:৪৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় দুই ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলিতে ২৫ মামলার আসামি ‌‘ডাকাত সর্দার’ বাবলা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার পর পৃথক স্থান থেকে ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ গোলাগুলির ঘটনা ঘটে। নিহত বাবলা ওরফে উজ্জল খালাসি (৪২) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর গ্রামের বাচ্চু খালাসির ছেলে। গুলিবিদ্ধরা হলেন- লিটন মিজি (৩৬), রহিম বাদশা (৫০) ও আক্তার হোসেন (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইমামপুর ইউনিয়নের মল্লিকের চর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে দুটি স্পিডবোট এবং দুটি ইঞ্জিনচালিত ট্রলারে ২৫-৩০ জন সহযোগী নিয়ে মহড়া দিচ্ছিলেন বাহিনীর প্রধান বাবলা। কিছুক্ষণ পর তারা মল্লিকের চর গ্রামের রহিম বাদশার বাড়িতে যান। এ সময় রহিম বাদশার বাড়ি থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ নয়ন বাহিনীর সঙ্গে বাবলার গোলাগুলি হয়েছে। গোলাগুলির পর কিছু লোকজনকে দৌড়ে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে রহিম বাদশার বাড়ির একটি কক্ষে বাবলার লাশ পড়ে থাকতে দেখে। আরেক কক্ষে ডাকাত দলের চার সদস্যকে আটকে রাখা হয়। লাশের পাশ থেকে কয়েকটি গুলির খোসা, নগদ ২০ লাখ ৪০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গজারিয়া ইউনিয়নের নয়ানগর গ্রাম থেকে ১০ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, মেঘনা নদীর ষোলআনী এলাকায় একটি বৈধ বালুমহাল থাকলেও মল্লিকের চর ও গুয়াগাছি এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে দুটি বালুমহাল চলতো। ডাকাত সর্দার বাবলার মদতে মল্লিকের চরের বালুমহালটি পরিচালনা করেন বিএনপি নেতা জসিম উদ্দিন ও রহিম বাদশা। অপরদিকে নদীর গুয়াগাছি এলাকার বালুমহালটি পরিচালনা করতেন আরেক ডাকাত নয়ন বাহিনীর প্রধান নয়ন। দুই বাহিনীর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে নিয়মিত নদীতে মহড়া দিতেন।

ডাকাত সর্দার বাবলার স্ত্রী আফিয়া আক্তার বলেন, ‘আমার স্বামীর প্রতিপক্ষ ছিলেন নয়ন বাহিনীর লোকজন। আমাদের লোকজনের মাধ্যমে খবর পেয়েছি, ডাকাত নয়ন ও তার লোকজন স্পিডবোট নিয়ে এসে গোলাগুলি করেছে। বাবলাকে গুলি করে হত্যার পর স্পিডবোট দিয়ে পালিয়ে যায় নয়ন বাহিনী।’

এ বিষয়ে নয়ন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত মো. পিয়াস বলেন, ‘হত্যার ঘটনায় কিছু লোক আমাদের জড়ানোর চেষ্টা করছেন। কিন্তু কোনোভাবেই আমরা জড়িত নই। ঘটনার সময় আমরা সেখানে উপস্থিত ছিলাম না। শুনেছি স্থানীয় লোকজন ডাকাত সর্দার বাবলাকে পিটিয়ে হত্যা করেছেন।’

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘নিহত বাবলার শরীরে ও মাথায় গুলির চিহ্ন রয়েছে। দুই ডাকাত গ্রুপের মধ্যে গোলাগুলিতে তার মৃত্যু হয়েছে। বাবলার বিরুদ্ধে গজারিয়া ও বিভিন্ন থানায় ডাকাতি ও চাঁদাবাজিসহ ২৫টি মামলা রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিন জন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। তবে তাদের পাওয়া যায়নি। ঘটনার পর অভিযান চালিয়ে ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পরপরই অভিযান চালিয়ে ডাকাত দলের ১৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
কক্সবাজারে ‘ডাকাতের’ গুলিতে দুই ভাই গুলিবিদ্ধ, একজনের মৃত্যু
নির্বাচন বিতর্কিত হয়েছে, সে জন্য কমিশনারের দোষ নেই: নূরুল হুদা
নর্দান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের ৩৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা