X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ছুরিকাঘাতে পোশাকশ্রমিকের মৃত্যু গুজব, বিক্ষোভে যোগ না দেওয়ায় কারখানা ভাঙচুর

গাজীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ২২:২২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ১০:৫৭

গাজীপুরের কালিয়াকৈরে দাবি আদায়ের বিক্ষোভে যোগ না দেওয়ায় ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড নামক একটি পোশাক কারখানায় ভাঙচুর করা হয়েছে। ওই কারখানার আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের বিরুদ্ধে এ হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় দুজন শ্রমিক আহত হলে তাদের চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার কামরাঙ্গীরচলা এলাকার ওই পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী, শিল্পপুলিশ এবং কালিয়াকৈর থানা পুলিশ কারখানায় অবস্থান নিলে হামলাকারী শ্রমিকরা চলে যায়।

আশপাশের কয়েকটি পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সম্প্রতি উপজেলার তেলিচালা, কামরাঙ্গীরচালা, মৌচাকসহ আশপাশের এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাইকারীদের হামলার শিকার হচ্ছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকালে উপজেলার নিশ্চিন্তপুর (দোকানপাড়) এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে লিবাস টেক্সটাইল পোশাক কারখানার শ্রমিকরা। ওই সময় তেলিরচালা এলাকার এ টি এস অ্যাপারেলস পোশাক কারখানার শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের দাবির সঙ্গে সমর্থন জানিয়ে বিক্ষোভে যোগ দেওয়ার আহ্বান জানায়। কামরাঙ্গিরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তাদের সঙ্গে যোগ না দিলে বহিরাগত বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা লক্ষ্য করে ইট ছুড়তে থাকে। ওই কারখানার শ্রমিকেরা উল্টো বহিরাগত শ্রমিকদের ওপর ইট নিক্ষেপ করলে তারা চলে যায়।

কারখানার নিরাপত্তা বিভাগের সুপারভাইজার মোহাম্মদ কামাল হোসেন মোবাইল ফোনে বলেন, ‘মঙ্গলবার বহিরাগত শ্রমিকরা প্রধান ফটকের কাউন্টারে হামলা করে। বুধবার এ টি এস কারখানাসহ আশপাশের বহিরাগত শ্রমিকরা কারখানায় হামলা চালায়। তাদের বাধা দিলে আমাদের ওপরও হামলা চালায় এবং গেট ভেঙে ভেতরে প্রবেশ করে কারখানা ভাঙচুর করে।’

কারখানার মানবসম্পদ ও প্রশাসন (এইচআর অ্যান্ড অ্যাডমিন) বিভাগের ব্যবস্থাপক আখতারুজ্জামান জানান, বহিরাগত শ্রমিকরা হামলা চালিয়ে ভাঙচুর করে। প্রাথমিকভাবে তিন কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই ঘটনার পর কারখানা আজকের জন্য ছুটি দেওয়া হয়েছে।

ল্যাভেন্ডার গার্মেন্টসের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) সৈয়দ আবু জাফর বলেন, ‘বহিরাগত শ্রমিকরা মঙ্গলবার কারখানা বন্ধ করার দাবিতে কারখানার প্রধান ফটকে এসে হামলা চালালে আমাদের শ্রমিকরা তাদের প্রতিহত করে। এর জের ধরেই আজকে সকালে বহিরাগত কয়েকশ শ্রমিক আমাদের কারখানায় এসে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়।’

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘হামলার ঘটনার সঙ্গে অন্য কোনও ঘটনা আছে কিনা তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

গাজীপুর শিল্পপুলিশ-২-এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার শ্রমিকরা আন্দোলন করে। ওই সব শ্রমিকদের সঙ্গে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা যোগ না দেওয়ায় আজকে বহিরাগত শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করেছে। কারখানা ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

প্রসঙ্গত, গত সোমবার (২০ জানুয়ারি) উপজেলার সফিপুর এলাকায় লিবাস টেক্সটাইল লিমিটেড কারখানা ছুটির পর শ্রমিক জহিরুল ইসলাম বাসায় ফিরছিলেন। নিশ্চিন্তপুর (দোকানপাড়) এলাকায় পৌঁছলে ছিনতাইকারীর একটি দল তার সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ওই শ্রমিক তাদের বাধা দেয়। এ সময় ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা ওই শ্রমিককে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করে। মঙ্গলবার তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকরা ওই দিন বিকালে কাজ বন্ধ করে খুনি ও ছিনতাইকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হলে শিল্পপুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয়ে হামলা-ভাঙচুর
গ্যাস সরবরাহ নিশ্চিত হলে পোশাক শিল্পে ৫০ বিলিয়ন ডলার রফতানি সম্ভব
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ