X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

দৌলতদিয়া যৌনপল্লি থেকে অস্ত্রসহ জেলা যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৫২

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ জেলা যুবদলের সাবেক এক সভাপতিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে যৌনপল্লির একটি ঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ওই নেতার নাম আবুল হাসেম সুজন (৫৩)। তিনি রাজবাড়ী সদর উপজেলার বড়মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে ও রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, শনিবার গভীর রাতে আবুল হাসেম দৌলতদিয়ায় এক যৌনকর্মীর কক্ষে আসেন। এ সময় নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র বের করে কয়েকজনকে দেখান এবং অস্বাভাবিক আচরণ করেন। খবর পেয়ে রাতেই গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. ফরিদ মিয়ার নেতৃত্বে ওই যৌনকর্মীর কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে আবুল হাসেম যৌনপল্লির একটি কক্ষে আসেন। তিনি গুলিসহ পিস্তল বারবার প্রদর্শন করেছেন। এতে আতঙ্কিত হয়ে পড়েন যৌনকর্মীরা। খবর পেয়ে অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

রাজবাড়ী জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম শিকদার পিন্টু জানিয়েছেন, ২০১৬ সালে রাজবাড়ী জেলা যুবদলের কমিটিতে আবুল হাসেম সুজন সভাপতি এবং তিনি (রেজাউল করিম) সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৮ সালে সংবাদ সম্মেলন করে যুবদল থেকে পদত্যাগ করে আওয়ামী লীগে যোগ দিয়ে ব্যবসা-বাণিজ্য করে অঢেল সম্পদের মালিক হন সুজন।

/এএম/
সম্পর্কিত
বিএনপির বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে, তার প্রমাণ হাতপাখার সমাবেশ: ফারুক
‘শুধু সরকার পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠাও ছিল বিএনপির দাবি’
রাজশাহীতে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ‘মূল হোতা’ গ্রেফতার
সর্বশেষ খবর
৩৩ ডেপুটি জেলার বদলি
৩৩ ডেপুটি জেলার বদলি
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের ঋণ নীতিতে শিথিলতা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মানিচেঞ্জার লাইসেন্স ইস্যু ও নবায়নে নতুন নীতিমালা
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
মধ্যপ্রাচ্যে ঘোষণা দিয়ে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার প্রবাসীরা মারামারি করে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি