X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারক্যাপ শাটার ভেঙে পড়লো গাড়ির ওপর

সাভার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ০০:২১আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০০:২১

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণাধীন একটি পিলারের পিয়ারক্যাপের শাটার (নির্মাণসামগ্রী) ভেঙে পড়েছে একটি কাভার্ডভ্যানের ওপর। তবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে মহাসড়কটির আশুলিয়ার বলিভদ্র বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী। শাটারটি খুলে পড়ায় সড়কে যান চলাচলে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। পাশাপাশি নবীনগর-চন্দ্রা সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

এক্সপ্রেসওয়ে প্রকল্পের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়ির ওপরেই শাটারের একাংশ এবং বাকি অংশ পদচারী-সেতুর ওপর পড়ে। এতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ওপর থেকে সবকিছু ভেঙে পড়ে। পরে আশপাশে থাকা মানুষ ছুটে যায়। পাইপগুলো সড়কের মাঝ বরাবর পড়েছে। এতে নবীনগরমুখী লেনে থাকা একটি কাভার্ডভ্যানের ওপর একাংশ পড়ে। বাকি অংশ পদচারী-সেতুর ওপর পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাটার ভেঙে দুর্ঘটনার কবলে পড়া গাড়িটি সড়কের মাঝামাঝি অবস্থানে রয়েছে। যার কারণে উভয় সড়কে যান চলাচল কিছুটা ধীরগতিতে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। গাড়িটি সড়ক থেকে সড়িয়ে নেওয়ার কাজ চলছে। বড় ধরনের কোনও ঘটনা ঘটেনি।’

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক (পিডি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ফুটপাতে ধাক্কা লাগে। পরে বিমের পাইপে ধাক্কা লাগার পরে শাটারের একটা পার্ট খুলে কাভার্ডভ্যানের ওপরে পড়ে। আমাদের ক্রেন আছে ওখানে। সব রেসকিউ করা হচ্ছে। এতে এই বিমের কিংবা রাস্তার অথবা কোনও মানুষের কোনও ধরনের ক্ষতি হয়নি।’

গাড়ির ধাক্কায় দুর্ঘটনার বিষয়টি কীভাবে নিশ্চিত হয়েছেন জানতে চাইলে প্রকল্প পরিচালক বলেন, ‘আমাদের লোক ওখানে আছে। তারা সার্বক্ষণিক থাকে। তারা ট্রাফিক কন্ট্রোলও করে। তারা জানিয়েছে।’

তবে গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আব্দুস সালাম। তিনি বলেন, ‘গাড়ি ধাক্কা দেওয়ার মতো কিছু আমরা বুঝতে পারিনি। ওখানে তো টিন দিয়ে ঘেরা আছে। সেখানে ধাক্কা লাগার কোনও সুযোগ নেই। সেটি তো পিলারের ওপর আরেকটা পিলার। সেই পিলারটা মাঝখানে। সেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই। ওটার দুই সাইডে টিন-সিকিউরড করা আছে। ব্যারিকেডের ভেতর পিলার। ধাক্কা লাগলে তো ব্যারিকেডটা আগে ভাঙতো। ব্যারিকেডটা অক্ষত আছে। আশপাশের জনগণ বলেছে, কাভার্ডভ্যান রানিং ছিল। তবে গাড়িটির চালক-হেলপার কাউকে আমরা পাইনি।’

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রানা প্লাজা ধসের দিনকে জাতীয় শ্রমিক দিবস ঘোষণার দাবি এনসিপির
রানা প্লাজার এক যুগ: ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ
সর্বশেষ খবর
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ ২ মে
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
কুয়েটের ৪ শিক্ষার্থীর ওপর হামলা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
দেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
ফেনীতে এবি পার্টির চেয়ারম্যানদেশের স্বার্থে সরকার ও গণঅভ্যুত্থানের রাজনৈতিক পক্ষগুলোর ঐকমত্য জরুরি
সর্বাধিক পঠিত
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন