X
রবিবার, ১৮ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

রাজবাড়ীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

রাজবাড়ী প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৯:৫০আপডেট : ১৭ মে ২০২৫, ১৯:৫০

রাজবাড়ী সদরের বসন্তপুরে মোটর পাম্প চুরির অভিযোগে শাহিন শেখ ওরফে রুপল শেখ (২৭) নামের এক তরুণকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় তাকে মারধর করা হয়। আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিলে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত শাহিন শেখ সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জিন্নাহ শেখের ছেলে। পরে সুরতহাল তৈরি শেষে শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মামা কালাম মোল্লা সকালে রাজবাড়ী সদর থানায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও আট জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ইতিমধ্যে ঘটনায় জড়িত থাকার অভিযোগে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন- বসন্তপুর ইউনিয়নের রাজাপুর মধ্যপাড়া গ্রামের জহির উদ্দিন বিশ্বাস (৬৫), মৈজদ্দিন বিশ্বাস (৫৫), ফরহাদ বিশ্বাস (৪৫) ও মুন্নু মোল্লা (৫০)। 

গ্রেফতারকৃত চার জন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাজাপুর মধ্যপাড়া গ্রামের শামসুদ্দিন ওরফে শাম বিশ্বাসের বাড়ি থেকে একটি মোটর পাম্প চুরি হয়। এতে শাহিন শেখকে সন্দেহ করা হয়। শুক্রবার সন্ধ্যায় সালিশের কথা বলে শাহিন শেখকে শামসুদ্দিন বিশ্বাসের বাড়িতে ডেকে নিয়ে আটকে রাখা হয়। পরে জহির উদ্দিন বিশ্বাস ও শামসুদ্দিন বিশ্বাসের নির্দেশে এজাহারভুক্ত আসামিরা তাকে বাঁশের লাঠি ও রড দিয়ে পিটিয়ে আহত করেন।

শাহিনের মামা কালাম মোল্লা বলেন, ‘এলোপাতাড়ি মারধরে শাহিনের হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সবাই তাকে ফেলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। রাত পৌনে ১১টার দিকে সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে পুলিশ। শনিবার সকালে এ ঘটনায় মামলা করেছি।’ 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, ‘চুরির অভিযোগে শাহিন শেখকে বাড়িতে ডেকে নিয়ে মারধর করা হয়। ঘটনার পর রাতেই চার জনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’ 

/এএম/
সম্পর্কিত
৮৫ ভরি স্বর্ণালংকার-নগদ অর্থসহ ৩ জন গ্রেফতার
বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় আরও ১৫৬৬ গ্রেফতার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
সর্বশেষ খবর
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
কুমিল্লায় বিএনপি কার্যালয়ে আগুন দিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
রাজস্ব সংস্কারের শুরুতেই হোঁচট, বাড়ছে অনিশ্চয়তা
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
পুতিন-জেলেনস্কির সঙ্গে সোমবার কথা বলবেন ট্রাম্প
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার