X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ছেড়ে দেওয়া আসনে স্ত্রীর জন্য ভোট চাইলেন তালুকদার খালেক

মোংলা প্রতিনিধি
১৯ মে ২০১৮, ১৫:১৪আপডেট : ১৯ মে ২০১৮, ১৬:০৪

বক্তব্য রাখছেন আব্দুল খালেক নিজের ছেড়ে দেওয়া বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে স্ত্রীর জন্য ভোট চাইলেন খুলনা সিটি করপোরেশনে নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেক। আগামী ২৬ জুন এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার প্রার্থী হচ্ছেন।

এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে বেগম হাবিবুন নাহার এই আসন থেকে বিজয়ী হন। একই বছরের ১৫ জুন তালুকদার আব্দুল খালেক খুলনা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

শনিবার (১৯ মে) দুপুরে মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি স্ত্রীর জন্য ভোট চান। নব নির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেককে এই সংবর্ধনা দেওয়া হয়।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে তালুকদার আব্দুল খালেক এমপি নির্বাচিত হন। পরে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করে দলের হয়ে খুলনা সিটি নির্বাচনে অংশ নেন তিনি।

অনুষ্ঠান তিনি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিল না বিধায় ২০১৩ সালে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বড় পরাজয় হয়েছে বলে মন্তব্য করেন। তালুকদার আব্দুল খালেক বলেন, ‘আর ঐক্যবদ্ধ থাকায় এবারের নির্বাচনে আওয়ামী লীগের জয় হয়েছে। এভাবে ঐক্যবদ্ধ থেকে ২০১৮ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে পদ্মা সেতুসহ দক্ষিণাঞ্চলের সব উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে যাবে।’

অনুষ্ঠানে তিনি বলেন, ‘জয়ের পেছনে মোংলা-রামপালের মানুষের অবদানের কথা মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ রাখবো।’

মোংলা পৌর আওয়ামী লীগের কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তার স্ত্রী সাবেক সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: ‘ঐক্যবদ্ধ ছিলাম না বলে ২০১৩ সালে পরাজয় হয়েছে’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
শাহজালাল বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে ট্রলির আঘাত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু