X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বেনাপোল দিয়ে ভারতফেরত যাত্রী কমেছে

বেনাপোল প্রতিনিধি
১৪ মে ২০২১, ২১:৩৮আপডেট : ১৪ মে ২০২১, ২১:৩৮

সরকারের নিষেধাজ্ঞার পর ভারত ফেরত যাত্রীদের যে চাপ ছিল বেনাপোল স্থলবন্দরে তা মোটামুটি কমে গেছে। এই বন্দর দিয়ে গত চার দিনে দেশে ফিরেছেন মাত্র ১২৩ জন। বাংলাদেশে আটকে পড়া ভারতীয়রাও মোটামুটি দেশে ফিরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ঈদের দিন শুক্রবার (১৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব।

তিনি জানান, বেনাপোল বন্দর দিয়ে গত ১০ মে থেকে শুক্রবার (১৪ মে) বিকাল ৩টা পর্যন্ত ভারত থেকে দেশে ফিরেছেন ১২৩ জন পাসপোর্টধারী যাত্রী। আর গত ১৯ দিনে কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে একই চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরেছেন ২ হাজার ৮০৩ জন পাসপোর্টধারী যাত্রী। সঙ্গে সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষা করাসহ কোয়ারেন্টিনে পাঠানো হয়। আরটিপিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্ট অনুযায়ী এর মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১২ জন। অপরদিকে, বাংলাদেশে আটকা পড়াদের মধ্যে ২৮০ জন পাসপোর্ট যাত্রী ভারতে ফিরে গেছেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব আরও জানান, ভারত থেকে আসা এসব পাসপোর্টধারী যাত্রীদের বেনাপোল, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও কুষ্টিয়ার বিভিন্ন হোটেল, এবং ঝিকরগাছা গাজীর দরগা এতিমখানার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। যেসব যাত্রী করোনায় আক্রান্ত বা উপসর্গ নিয়ে দেশে ফিরছেন তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিটে পাঠানো হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের অফিসার ডা. আশরাফুজ্জামান জানান, করোনা সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার দুই দফায় ২৮ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে যারা ভারতে আটকা পড়েছেন শুধুমাত্র তারাই কলকাতায় নিযুক্ত বাংলাদেশি উপ-হাইকমিশন থেকে এনওসি নিয়ে দেশে ফিরছেন। এদের বিভিন্ন হোটেলে সরকারি ব্যবস্থায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার ভারতের করোনার নতুন ভ্যারিয়েন্ট সংক্রমণ রোধে প্রথম দফায় দুই সপ্তাহ ও পরে আরও দুই সপ্তাহের জন্য ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে।

/টিএন/
সম্পর্কিত
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ২৫ বাংলাদেশি
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা