X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাস্তায় ঠিকাদারকে হাতুড়িপেটা, ভিডিও করলেও এগিয়ে আসেনি কেউ

খুলনা প্রতিনিধি
০৩ আগস্ট ২০২১, ০০:১৪আপডেট : ০৩ আগস্ট ২০২১, ০০:১৪

কুষ্টিয়ায় প্রকাশ্যে শহিদুর রহমান নামে এক ঠিকাদারকে হাতুড়িপেটা করেছে দুর্বৃত্তরা। এ সময় অনেকেই মারধরের ভিডিও মোবাইলে ধারণ করলেও ঠিকাদারকে রক্ষায় এগিয়ে আসেনি কেউ। এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

সোমবার (০২ আগস্ট) দুপুরে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের পাশে শহরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার শহিদুর রহমান কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে। শহরের পুলিশ লাইনের সামনে ভাড়া বাসায় থাকেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম।

ঠিকাদার শহিদুর রহমান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে এলজিইডি কার্যালয়ে কাজ শেষে বের হয়ে রাস্তায় এলে হঠাৎ কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে ধরে। কোনও কিছু না বলেই তারা হাতুড়িপেটা শুরু করে। জীবন বাঁচাতে তিনি দৌড় দেন। এ সময় হাতুড়ির আঘাতে হাঁটু ও হাত-পিঠ থেঁতলে যায় তার। সন্ত্রাসীদের ভয়ে থানা কিংবা হাসপাতালেও যাননি তিনি।

শহিদুর রহমান অভিযোগ করেন, দুই মাস আগে মিরপুর উপজেলার একটি সড়কের সাত কোটি টাকার দরপত্রে অংশ নেন। এই কাজের শিলিউল না কিনতে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতা তাকে হুমকি দেন। অবশেষে কাজ না পেয়ে তাকে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছিল তারা।

স্থানীয়রা জানান, হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা সন্ত্রাসী। স্থানীয় আওয়ামী লীগ নেতার অনুসারী হিসেবে পরিচিত। তাদের মুখে মাস্ক ছিল। এ জন্য ভয়ে কেউ এগিয়ে আসেনি।

মিরপুর উপজেলা চেয়ারম্যান কামরুল আরেফিন বলেন, ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মজমপুর এলাকায়। ওই ঠিকাদারের সঙ্গে স্থানীয় অনেক ঠিকাদারের টাকা নিয়ে বিরোধ আছে। হয়তো তাদের কেউ ঠিকাদারকে পিটিয়েছে। তবে তারা কারা আমি চিনি না।

/এএম/
সম্পর্কিত
তিন মামলায় মিল্টনের বিরুদ্ধে যত অভিযোগ
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
দালাল চক্রে দুই হাসপাতালের সাবেক-বর্তমান স্টাফরা
সর্বশেষ খবর
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
ইউক্রেনের খারকিভে রুশ ড্রোন হামলায় আহত ৩
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যান সমর্থক ও জেলেদের সংঘর্ষ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত