X
বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি ২০২২, ১৩ মাঘ ১৪২৮
সেকশনস

সুন্দরবনে পর্যটকবাহী লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:১২

সুন্দরবনে পর্যটক লঞ্চ চলাচলের নিষেধাজ্ঞা বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। রাত ১০টায় ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সঙ্গে যৌথসভা শেষে এ সিদ্ধান্ত হয়। সভায় সীমিত সংখ্যক যাত্রী পরিবহনসহ কয়েকটি শর্ত আরোপ করা হয়। এর আগে, গত ১২ জানুয়ারি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ সুন্দরবনে লঞ্চ চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। 

ট্যুর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার বলেন, ‘সরকার যে ১১ দফা নির্দেশনা দিয়েছে, সেখানে নৌ-পরিবহন বন্ধের কোনও নির্দেশনা নেই। আমরা সীমিত সংখ্যক যাত্রী নিয়ে লঞ্চ ও জাহাজ পরিচালনা করবো।’

খুলনা নদী বন্দর ও পরিবহন বিভাগের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, ‘নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক সুন্দরবন ভ্রমণে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে সুন্দরবনের পর্যটন ব্যবসায় জড়িতদের সঙ্গে সভা শেষে কোভিড স্বাস্থ্যবিধি মেনে ও সীমিত সংখ্যক যাত্রী নিয়ে চলাচলসহ আরও কিছু শর্ত দিয়ে সুন্দরবনে পর্যটন নৌযান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।’

ট্যুরিস্ট অপারেটর অ্যাসোসিয়েশন অব সুন্দরবনের সাধারণ সম্পাদক নাজমুল আজম ডেভিড বলেন, ফেব্রুয়ারির শেষ পর্যন্ত সব ট্যুর অপারেটরদের বুকিং নেওয়া আছে। অনেকেই অগ্রিম টাকা নিয়ে খরচও করে ফেলেছেন। এমন পরিস্থিতে ওই নিষেধাজ্ঞা ট্যুর অপারেটরদের বিপাকে ফেলে। রাতের বৈঠকে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শুক্রবার সকালে নির্ধারিত থাকা নৌ-যানগুলো সুন্দরবনে ট্যুর নিয়ে যায়।

উল্লে­খ্য, করোনা পরিস্থিতির শুরুতে ২০২০ সালের ২৬ মার্চ থেকে সুন্দরবন ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু পরিস্থিতি কিছুটা শিথিল হলে ওই বছরের ১ নভেম্বর থেকে স্বল্প পরিসরে সুন্দরবন ভ্রমণের সুযোগ দেওয়া হয়। এর সাড়ে সাত মাস পর করোনা পরিস্থিতির অবনতি হলে ২০২১ সালের ৩ এপ্রিল সুন্দরবনে পর্যটক প্রবেশে ফের নিষেধাজ্ঞা দেওয়া হয়। সাড়ে চার মাস বন্ধের পর ২০২১ সালের ১ সেপ্টেম্বর আবারও সুন্দরবন ভ্রমণ শুরু হয়।

/টিটি/
সম্পর্কিত
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা 
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা 
চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১২১ 
চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১২১ 
সর্বশেষসর্বাধিক

লাইভ

এ বিভাগের অন্যান্য সংবাদ
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
বাহুবলী টমেটো চাষে খরচ কম লাভ বেশি
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
ময়মনসিংহ মেডিক্যালের করোনা ইউনিটে ৪ জনের মৃত্যু
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা 
সৌদি আরবে বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা 
চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১২১ 
চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১২১ 
রাতে বের হওয়ার পর সকালে মিললো মস্তকবিহীন লাশ
রাতে বের হওয়ার পর সকালে মিললো মস্তকবিহীন লাশ
© 2022 Bangla Tribune