X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

যশোরে বেগুন-শসার দাম দ্বিগুণ

যশোর প্রতিনিধি
০৫ এপ্রিল ২০২২, ১৯:৫৮আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৫৮

যশোরের বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০ টাকা। ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শসা। এতে শসা ও বেগুন বিক্রি করে লাভের মুখ দেখছেন চাষিরা। মঙ্গলবার (৫ এপ্রিল) যশোর বড়বাজার ও চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।

যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের সবজি চাষি মিলন আক্তার ৪৫ কেজি শসা এনেছিলেন চুড়ামনকাটির হাটে। কেজি প্রতি বিক্রি করেছেন ৪০ টাকা দরে। এর আগের দিন ৫২ টাকা কেজি দরে বিক্রি করেছেন। গত এক সপ্তাহে তিনি যা বিক্রি করেছেন, তাতে চাষের খরচ উঠেছে। দাম এমন থাকলে ক্ষেতে থাকা শসা বিক্রি করে হাজার দশেক টাকা লাভ হবে বলে জানান তিনি। 

চুড়ামনকাটি গ্রামের শহিদুল ইসলাম বেগুন বিক্রি করেছেন ৪৫ টাকা কেজি দরে। তিনি বলেন, পোকা ঠেকানো যাচ্ছে না। তা না হলে ভালো দামে বেগুন বিক্রি করতে পারতাম। অল্প জমিতে এই সবজি চাষ করেছি। ২০ থেকে ৩০ কেজি করে হাটে আনতে পারছি। 

শসা ও বেগুন বিক্রি করে লাভের মুখ দেখছেন চাষিরা

রমজানের শুরুতে হঠাৎ এই দুটি সবজির দাম বেড়ে যায়। সপ্তাহখানেক আগেও বেগুন সর্বোচ্চ ৩০ টাকা কেজিতে বিক্রি হয়েছে, শসাও তেমনই। প্রথম রমজানে বেগুন ছিল ৮০ টাকা কেজি আর শসা ৭০ টাকা কেজি।

বড়বাজারের খুচরা সবজি ব্যবসায়ী রিপন হোসেন ও মিথুন অধিকারী বলেন, মঙ্গলবার তারা বেগুন বিক্রি করেছেন ৭০ টাকা কেজি দরে। শসাও একই দামে বিক্রি করেছেন।

বড়বাজারের আড়তদার শাহাবুদ্দিন বলেন, ‘পাইকারিতে বেগুনের কেজি ৪৫ থেকে ৫০ টাকা এবং শসা ৫০ থেকে ৬০ টাকা বিক্রি হচ্ছে।’

চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজারের ব্যবসায়ী আব্দুল আলিম বলেন, সকালে চুড়ামনকাটি আড়ৎ থেকে ৫৫ টাকা কেজিতে শসা আর ৫০ টাকা কেজি দরে বেগুন কিনেছি। বাজারে এনে বেগুন ৭০ টাকায় আর শসা ৬০ ও ৭০ টাকা কেজিতে বিক্রি করছি। খাজনা ও পরিবহন খরচ বাদ দিয়ে ভালোই লাভ হচ্ছে।  

/আরকে/এএম/
সম্পর্কিত
হিলিতে প্রথমবার কিনোয়া ও চিয়া সিড চাষ, নতুন সম্ভাবনা
হাত ঘুরলেই বাড়ে দাম, বৃথা ঝরে কৃষকের ঘাম
‘বাজার করে এসে হিসাব দেওয়ার সময় অবিশ্বাস তৈরি হয়’
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’