X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

‘গুম নয়, হতাশায় আত্মগোপন করা রফিককে উদ্ধার করলো র‌্যাব’

খুলনা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২২, ২১:১৩আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ২১:৩৬

করোনার সঙ্কটময় পরিস্থিতিতে চাকরি হারিয়ে হতাশ হয়ে পরিবারের চাপে আত্মগোপন করেছিলেন মো. রফিক হোসেন পল (৩২)। এরপর থানায় নিখোঁজের জিডি ও পরে অপহরণ ও গুমের অভিযোগ করে পরিবার। এক বছর পর কক্সবাজার থেকে উদ্ধারের পর তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

শনিবার (৩০ এপ্রিল) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল মো. মোস্তাক আহমেদ। র‌্যাব-৬-এর সদর দফতরে এ প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

মোস্তাক আহমেদ বলেন, ‌‘গত বছরের ৭ জানুয়ারি নগরীর সোনাডাঙ্গা এলাকার ১৪ নম্বর রোডের ৩৩ নম্বর বাড়ির বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. রফিক হোসেন পল স্বেচ্ছায় আত্মগোপনে চলে যান। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরিবারের পক্ষ থেকে নিখোঁজ হিসেবে জিডি করা হয় এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়। তাকে খুঁজে না পাওয়ায় গুম বা অপহরণ করে মেরে ফেলা হয়েছে বলে বিভিন্ন রকম অপপ্রচার চালানো হয়।’ 

তিনি বলেন, ‘সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম করার বিভিন্ন অপপ্রচার প্রতিরোধে এবং বিষয়গুলো খতিয়ে দেখার লক্ষ্যে নিখোঁজ বিভিন্ন ব্যক্তির তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যক্রম শুরু করে র‌্যাব-৬-এর একটি দল। এরই অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিখোঁজ ব্যক্তির অবস্থান নিশ্চিত করার চেষ্টা করে র‌্যাব। পরে জানা যায় রফিক স্বেচ্ছায় আত্মগোপন করে কক্সবাজারে অবস্থান করছেন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন। শুক্রবার বিকালে শাহিন বিচ এলাকায় অভিযান চালিয়ে রফিককে উদ্ধার করে র‌্যাব।’

মোস্তাক আহমেদ আরও বলেন, ‘উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিক র‌্যাবকে জানিয়েছেন করোনা পূর্ববর্তী সময়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। করোনার কারণে ২০২০ সালের এপ্রিল মাসে চাকরি হারান। তখন পারিবারিক চাপের কারণে হতাশা থেকে মুক্তির জন্য স্বেচ্ছায় আত্মগোপন করেন। সেই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখেন তিনি। প্রথম সাত মাস ঢাকায় মাস্ক বিক্রি করেন। ঢাকা সদরঘাটে তিন মাস হকার হিসেবে খেলনা বিক্রি, মুন্সীগঞ্জে নয়দিন হকারি, নারায়ণগঞ্জে পাঁচ মাস টোকাই হিসেবে পুরাতন বোতল ও লোহা কুড়িয়ে বিক্রি করেন। সর্বশেষ কক্সবাজার শাহীন বিচ এলাকার ইউনুসের চায়ের দোকানে মাসিক নয় হাজার টাকা বেতনে চাকরি করেন। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে।’

মোস্তাক আহমেদ বলেন, ‘কেউ নিখোঁজ হলেই যে তাকে গুম করে হত্যা করা হয়েছে, এই ধারণাটি সঠিক নয়। নিজস্ব বিবেক, বুদ্ধিমত্তা ও বিশেষ সচেতনতায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়িয়ে চলা সম্ভব। উদ্ধারকৃত ব্যক্তিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
চেয়ারম্যান ও মেম্বারের ইন্ধনে মুরাদনগরে মা ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা: র‍্যাব
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসী সেজে ফোনে চাঁদাবাজি, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল