X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

৬ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু

বেনাপোল প্রতিনিধি
০৫ মে ২০২২, ১৬:২৮আপডেট : ০৫ মে ২০২২, ১৬:২৮

টানা ছয় দিন বন্ধের পর বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। বৃহস্পতিবার (০৫ মে) সকাল থেকে আমদানি-রফতানি শুরু হয়।

ঈদুল ফিতর, সরকারি ও সাপ্তাহিক মিলিয়ে এবার ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত ছুটি থাকায় ছয় দিন বন্ধ ছিল দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর। 

বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও বন্দর সংশ্লিষ্ট কাজে তেমন কাউকে দেখা যায়নি। কাস্টমস ও বন্দরের কিছু কর্মকর্তা-কর্মচারী উপস্থিত থাকলেও ব্যবসায়ী না থাকায় তেমন কোনও কাজ হয়নি। তবে কাস্টমস কমিশনারসহ অনেকে অফিস করেছেন। দুই দেশের মধ্যে যাত্রী পারাপারের জন্য বেনাপোল চেকপোস্ট স্বাভাবিক আছে। 

সকাল থেকে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হলেও তা চলছে ধীরগতিতে। সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ৯৮টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ২৯ এপ্রিল থেকে ৪ মে ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির কারণে বন্দর দিয়ে বন্ধ ছিল আমদানি-রফতানি বাণিজ্যসহ কাস্টমসের কার্যক্রম। বৃহস্পতিবার আমদানি-রফতানি সচল হলেও সব স্টাফ কাজে যোগ না দেওয়ায় ধীরগতিতে চলছে কার্যক্রম। তবে আগামী রবিবার থেকে কার্যক্রম পুরোদমে চলবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী সমিতিরি সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, ছয় দিন পর আজ একদিন অফিস খোলা। এজন্য আগেই কাস্টমস ও বন্দরের অনেক কর্মকর্তা বৃহস্পতিবার ছুটি নিয়েছেন। তবে কাস্টমস ও বন্দরের দু’চার জন কর্মকর্তা অফিস করেছেন। ছুটির আগে শুল্কায়ন করা ফাইলগুলো আজ বন্দর থেকে খালাস হবে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো রাজস্ব কর্মকর্তা গোলাম মোস্তফা সিকদার বলেন, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটির পর সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য চালু হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম সচল হয়েছে। বন্দর খোলা রেখে পণ্য লোড-আনলোডসহ সব কার্যক্রম চলছে। তবে ধীরগতিতে। দুপুর ২টা পর্যন্ত ৯৮টি পণ্যবাহী ট্রাক বন্দরে ঢুকেছে।

/এএম/
সম্পর্কিত
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
বাংলাদেশের আম-কাঁঠাল-আলু নিতে চায় চীন
ঈদের আগেই সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করতে হবে
সর্বশেষ খবর
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!