X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মোংলা বন্দর থেকে সাড়ে ৩ ঘণ্টায় ঢাকায়

আবুল হাসান, মোংলা 
২৮ জুন ২০২২, ১২:৫১আপডেট : ২৮ জুন ২০২২, ১২:৫৫

পদ্মা সেতুতে যানবাহন চলাচল শুরুর পর সুফল পেতে শুরু করেছেন বাগেরহাটের মোংলা বন্দর কেন্দ্রীক ব্যবসায়ীরা। আগে মোংলা থেকে ঢাকায় পণ্য নিয়ে পৌঁছাতে ১০ থেকে ১৪ ঘণ্টা সময় লাগতো। এখন মাত্র তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানো যাচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, পদ্মা সেতু চালুর পর ভোগান্তি কমায় আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত ট্রাক-লরির চালক ও হেলপাররা অনেক খুশি। এই সেতু চালু হওয়ায় রাজধানীর সাথে সাড়ে তিন ঘণ্টায় সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা সাশ্রয় হবে। 

পদ্মা সেতু মোংলা বন্দরের ব্যবসায়ীদের জন্য আশির্বাদ

মোংলা বন্দর এলাকার পরিবহন ব্যবসায়ী কামাল হোসেন বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পরদিন রবিবার বিকালে কোম্পানির মাল নিয়ে সাড়ে তিন ঘণ্টার মধ্যে ঢাকায় পৌঁছেছি। এর আগে ঢাকায় রওনা দিলে কখন পৌঁছাবো তার কোন নিশ্চয়তা ছিল না। মাওয়া ঘাটে সিরিয়াল দিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়েছে। এমনকি দুই থেকে তিন দিন পর সিরিয়াল পেতাম। তার ওপর ফেরির লোকজন ম্যানেজ করাসহ নানা ঝামেলায় পড়তে হতো। এখন আর সেই সমস্যা নাই।’

মোংলা বন্দর ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডি অ্যাসোসিয়েশনের (সিঅ্যান্ডএফ) সভাপতি সুলতান আহমেদ বলেন, ‘পদ্মা সেতু মোংলা বন্দরের ব্যবসায়ীদের জন্য একটি আশির্বাদ। সেতুটি চালুর পর ব্যবসায়ীদের বিভিন্ন পণ্য নিয়ে প্রায় দুই শতাধিক ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। এ বন্দর ব্যবহার করে আমদানি-রফতানির সঙ্গে জড়িত প্রায় চার শতাধিক ব্যবসায়ী।’

আমদানি করা শতাধিক গাড়ি মোংলা থেকে সাড়ে তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছেছে

তিনি আরও বলেন, ‘আগে মোংলা বন্দর থেকে ঢাকায় আমাদের পণ্য পৌঁছাতে সময় লাগতো ১০ থেকে ১৪ ঘণ্টা। এখন লাগছে মাত্র সাড়ে তিন ঘণ্টা। এর ফলে শুধু সড়কপথেই আমাদের আমদানি-রফতানি বাণিজ্যের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের সময় বাঁচার পাশাপাশি বছরে সাশ্রয় হবে প্রায় দুই হাজার কোটি টাকা। এছাড়া এই অঞ্চলে ব্যবসা-বাণিজ্য আরও বেড়ে যাবে।’

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারবিডা) সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের পর ব্যবসায়ীদের আমদানি করা শতাধিক গাড়ি মোংলা বন্দর থেকে সাড়ে তিন ঘণ্টায় রাজধানীতে পৌঁছে গেছে। ব্যবসায়ীদের শুধু জ্বালানি তেল বাবদ বছরে আনুমানিক প্রায় ১২ কোটি টাকা সাশ্রয় হবে। পদ্মা সেতু চালু হওয়ায় বন্দর দিয়ে গাড়ি আমদানিতে ব্যবসায়ীদের আগ্রহ বেড়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
গত কয়েকদিনের আন্দোলনে ‘স্বাভাবিক’ ছিল মোংলা বন্দরের কার্যক্রম
শাটডাউনের প্রতিবাদে মোংলা বন্দরে ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন
সিমেন্টের কাঁচামাল নিয়ে পশুর নদে জাহাজডুবিএখনও শুরু হয়নি ডুবে যাওয়া জাহাজের উদ্ধারকাজ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা
সর্বশেষ খবর
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
সরকারি চাকরিতে ৪ লাখ ৬৮ হাজার পদ খালি
সহজ রেসিপিতে নরম তুলতুলে ম্যাংগো কেক বানাবেন যেভাবে
সহজ রেসিপিতে নরম তুলতুলে ম্যাংগো কেক বানাবেন যেভাবে
৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই
৪৮তম বিসিএস পরীক্ষা ১৮ জুলাই
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট