X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব সূচকে এগিয়ে গেছে: এমপি নাবিল

যশোর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২২, ১৩:৫৪আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৫:৩০

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেছেন, ‌‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তার নেতৃত্বে সব সূচকে বাংলাদেশ এগিয়ে গেছে। আমাদের মাথাপিছু আয় বর্তমানে ভারত-পাকিস্তানের চেয়েও বেশি।।’

শুক্রবার (২৬ আগস্ট) বেলা ১১টা ৪৫ মিনিটে যশোরের বেজপাড়ার নিউ গয়ারাম রোডে জাতীয় শোক দিবসের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী নাবিল আহমেদ বলেন, ‘বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ যে এগিয়ে চলেছে, তা সর্বজন স্বীকৃত। গত দুই বছর করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফলতা অর্জন করেছেন। দেশের প্রাপ্তবয়স্ক ৭০ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জ্বালানি তেলের মূল্য বেড়েছে। এর ফলে দেশের মানুষ কিছুটা কষ্ট পাচ্ছে। তবে সমস্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদক্ষেপ নিয়েছেন। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এসব সমস্যা কমে আসবে।’

শেখ হাসিনার নেতৃত্বে দেশ সব সূচকে এগিয়ে গেছে: এমপি নাবিল

এমপি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে যশোরের ছয়টি আসনেই নৌকা মার্কাকে জয়যুক্ত করতে হবে। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও জয়যুক্ত করে দেশের উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে হবে।’

কাজী নাবিল আহমেদ বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যা করে তৎকালীন সামরিক জান্তারা—জিয়াউর রহমান, হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশকে নব্য পাকিস্তানে পরিণত করে। তখন রেডিও-টেলিভিশনে মুক্তিযুদ্ধের ইতিহাস হয় খণ্ডিত-বিকৃত। সব জায়গা থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলে তারা। পাকিস্তান যে আমাদের শত্রু ছিল, সেই কথাটাও রেডিও-টেলিভিশনে বলা হতো না। এরপর দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বাংলাদেশে আবার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার প্রতিষ্ঠা করেন প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। ২০০১ সালে আন্তর্জাতিক চক্রান্তে তিনি ক্ষমতা থেকে চলে যান। ২০০৯ থেকে বর্তমান পর্যন্ত ১৩ বছর ক্ষমতায় আছেন পর পর তিন মেয়াদে। তিনি মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন।’

জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদি হাসান মিন্টু, কাজী আব্দুস সবুর হেলাল ফারুক আহমেদ কচি, সুখেন মজুমদার, রবি সিদ্দিকী, কামাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, যুবলীগ নেতা মঈন উদ্দীন মিঠু প্রমুখ।

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
সেই ফাতেমার অন্যরকম এক দিন
বাফুফেতে নতুন করে যোগ হলো চার কাউন্সিলর
যশোর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন কাজী নাবিল
সর্বশেষ খবর
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৪ জুলাই, ২০২৫)
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি