X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাবিনা ও তার মাকে সংবর্ধনা দিলো জেলা প্রশাসন

সাতক্ষীরা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৫

সাফজয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও তার মা মমতাজ বেগমকে সাতক্ষীরায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের উদ্যোগে তাদের এ সংবর্ধনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি হুমায়ুন কবির, সাবিনার বড় বোন সালমা খাতুন ও সেজো বোন হালিমা খাতুন ও স্থানীয় প্রয়াত কোচ আকবর আলীর স্ত্রী রেহেনা আক্তার।

অনুষ্ঠানে সাবিনাকে এক লাখ টাকা পুরস্কার দেন জেলা প্রশাসক। সেইসঙ্গে সাবিনা ও তার মাকে ফুল, ক্রেস্ট এবং উপহার দেওয়া হয়। পাশাপাশি সাবিনাকে তিন লাখ টাকা পুরস্কার দেওয়ার আশ্বাস দেন সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ।

সংবর্ধনা পেয়ে প্রথমেই স্থানীয় কোচ আকবর আলীকে স্মরণ করেন সাফজয়ী সাবিনা। তিনি বলেন, ‘আমাকে ঘর থেকে খেলার মাঠে নিয়ে গেছেন আকবর স্যার। অনুশীলনের সময় নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। সবকিছু মোকাবিলা করে স্যার আমাকে উৎসাহ দিয়েছেন, খেলোয়াড় হিসেবে তৈরি করেছেন। যেদিন থেকে জাতীয় দলে খেলছি সেদিন থেকেই সাফজয়ের আকাঙ্ক্ষা ছিল। সাফ ফুটবল কাপ দেশকে উপহার দেওয়ার প্রত্যাশা ছিল। প্রত্যাশা পূরণ হয়েছে। শুরু থেকে সাবিনা হওয়ার জন্য যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।’

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

অনুষ্ঠানে সাবিনার মা মমতাজ বেগম বলেন, ‘সাবিনা এখন শুধু আমার নয়, বাংলাদেশের মেয়ে। সাবিনা যেন বাংলাদেশের জন্য আরও সম্মান বয়ে আনতে পারে সে দোয়া করবেন সবাই। মা হিসেবে আমি গর্বিত।’

সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ বলেন, ‘দেশের জন্য এক বিরল সম্মান বয়ে এনেছেন সাতক্ষীরার মেয়ে সাবিনা। তার জন্য সাতক্ষীরার মানুষ গর্বিত। সাবিনা ও সাবিনার পরিবারের পাশে থাকবো আমরা।’

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, ‘সাবিনার জন্য সারা দেশের মানুষ আজ গর্বিত। বিশেষ করে জেলার মানুষের মুখ উজ্জ্বল করেছেন সাবিনা। আমরা সব ধরনের সহযোগিতা দিয়ে সাবিনার পরিবারের পাশে থাকবো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. সজীব খান, সাতক্ষীরা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসিরুল হক, সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারহা দিবা খান সাথী প্রমুখ। 

/এএম/
সম্পর্কিত
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!