X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ছেলেমেয়ের ভয়ে কুদ্দুসের বাড়ি যান রহিমা’

খুলনা প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২২, ২০:১৫আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২৩:১৩

আলোচিত রহিমা বেগমের নিখোঁজের ঘটনাটি ‘সাজানো নাটক’ বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুল ইসলাম। রহিমাকে উদ্ধারের দিন পুলিশের সঙ্গে ফরিদপুরের বোয়ালমারী ইউনিয়নের সৈয়দপুর গ্রামে কুদ্দুস মোল্লার বাড়িতে গিয়েছিলেন তিনি। রহিমা ওই বাড়িতে আছেন এই খবরটি প্রথমে তার কাছে আসে। পরে বিষয়টি পুলিশকে জানান সাইফুল।

রহিমার খোঁজ পাওয়ার বিষয়ে কাউন্সিলর সাইফুল বলেন, ‌‘বোয়ালমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশারফ হোসেন আমাকে ফোন করে জানান সৈয়দপুর গ্রামের কুদ্দুস মোল্লার বাড়িতে আছেন রহিমা। পরে পুলিশ নিয়ে কুদ্দুস মোল্লার বাড়িতে যাই আমরা।’

তিনি বলেন, ‌‘ওই দিন রাতে কুদ্দুস মোল্লার বাড়িতে গিয়ে দেখি কুদ্দুসের স্ত্রী ও স্বজনদের সঙ্গে গল্প করছেন রহিমা। খুব হাসি-খুশি ছিলেন। পুলিশ দেখার পরই নীরব হয়ে যান। বলা যায় হতভম্ব হয়েছেন। সেদিন তার কাছে পুলিশ অনেক তথ্য জানতে চাইলেও কোনও কথা বলেননি। কুদ্দুসের স্ত্রীর সঙ্গে কথা বলে জেনেছি, রহিমা স্বাভাবিক জীবনযাপন করছিলেন। তার সঙ্গে যাবতীয় পোশাক-আশাক ছিল। রহিমা তাদের বলেছেন বেড়াতে এসেছেন। এজন্য বিস্তারিত জানার চেষ্টা করেনি কিংবা রহিমার স্বজনদের ফোন দেয়নি কুদ্দুসের পরিবার।’ 

আরও পড়ুন: মরিয়মের ডিএনএ পরীক্ষার নির্দেশ

কাউন্সিলর সাইফুল আরও বলেন, ‘কুদ্দুসের স্ত্রী আমাদের বলেছেন, রহিমা ওই বাড়িতে যাওয়ার পর তাদের জানিয়েছেন ছেলেমেয়ের ভয়ে এখানে এসেছেন। মেয়েরা তার জমি বিক্রির জন্য চাপ দিচ্ছে। কিন্তু তিনি স্বামীর জমি বিক্রি করবেন না। তাই এখানে এসেছেন। সেখানে জন্মনিবন্ধন করাতে চেয়েছিলেন। কিন্তু জন্মনিবন্ধন করতে মেডিক্যাল সনদ লাগবে বলেছিলেন চেয়ারম্যান মো. আব্দুল হক। তখন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চোখের ডাক্তার দেখাতে যান। সেখান থেকে ব্যবস্থাপত্রও নিয়েছেন।’

রহিমা ‘নিখোঁজের’ ঘটনায় তার পরিবারের সদস্যরা জড়িত উল্লেখ করে কাউন্সিলর সাইফুল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে আত্মগোপনে ছিলেন রহিমা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও নাটকের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানাই।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) খুলনা-যশাের মহাসড়কের ফুলবাড়ি গেট বাসস্ট্যান্ড চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে এসব কথা বলেন কাউন্সিলর সাইফুল। এ সময় রহিমা নিখোঁজ মামলায় কারাগারে থাকা ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি।

আরও পড়ুন: মাকে নিয়ে খুলনা ছাড়লেন মরিয়ম 

সমাবেশে আরও বক্তব্য রাখেন—ফুলবাড়ী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাে. মনিরুল ইসলাম, খানাবাড়ী যুবসংঘ ক্লাবের সভাপতি আবু হেনা বাবলু, সাধারণ সম্পাদক তৈয়েবুর রহমান লিটন, মহানগর বিএনপি নেতা মিজানুর রহমান মিজান, এনামুল হাসান ডায়মন্ড, খুলনার ইউপি সদস্য মাে. মামুন শেখ, সাবেক ইউপি সদস্য সরদার শহিদুল ইসলাম, মােল্যা সােহরাব হােসেন, বিল্লাল হােসেন, রহিমা নিখোঁজের ঘটনায় কারাগারে থাকা মহিউদ্দিনের মেয়ে মালিহা মাহি, হেলাল শরীফের মেয়ে অন্তরা ফাহমিদা, পলাশের স্ত্রী মরিয়ম হাসনাত মৌ, মরিয়ম মান্নানের সৎভাই মিজানুর রহমান ও হুমায়ুন কবির, সেকেন্দার মন্ডল, মশিউর রহমান ও মেজবাউল হক। সমাবেশে রহিমা নিখোঁজের মূল পরিকল্পনাকারী তার মেয়ে মরিয়ম মান্নান, আদুরি আক্তার ও ছেলে মিরাজ হােসন সাদীসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

আরও পড়ুন: রহিমার স্বামীকে সন্দেহ করছে পিবিআই

সমাবেশে ইউপি সদস্য মাে. মামুন শেখ বলেন, ‘মরিয়ম ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে প্রতিপক্ষকে ফাঁসাতে রহিমা নিখোঁজের নাটক সাজিয়েছেন। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছেন। মানুষের অনুভূতি নিয়ে খেলা করেছেন। এজন্য তাদের বিচার হওয়া উচিত। তাদের বিচার না হলে এমন ঘটনা আবারও ঘটবে। কাজেই রহিমা নিখোঁজের পরিকল্পনাকারী মরিয়ম, আদুরি ও সাদীসহ সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে নিখোঁজের মামলায় একমাস ধরে কারাগারে থাকা নির্দোষ মহিউদ্দিন, গােলাম কিবরিয়া, জুয়েল, পলাশ ও হেলাল শরীফকে দ্রুত মুক্তি দিতে হবে।’

 

/এএম/
সম্পর্কিত
মধুমতি ব্যাংকের সাবেক কর্মকর্তাসহ দুজনের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের
তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক 
নিখোঁজের ২৫ দিন পর ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ব্রাইটনের বিপক্ষে হাল্যান্ডকে পাচ্ছে না ম্যানসিটি
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
ফেসবুক পোস্ট দিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ, বোমায় আহত ৪
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
‘নবায়নযোগ্য জ্বালানি ৪০ শতাংশে উন্নীত করার চেষ্টা চলছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ