X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

৫০ বছর পর বঙ্গবন্ধুর ঐতিহাসিক সেই মাঠে ভাষণ দেবেন শেখ হাসিনা

তৌহিদ জামান, যশোর
২১ নভেম্বর ২০২২, ২০:২৫আপডেট : ২১ নভেম্বর ২০২২, ২২:২১

৫০ বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যশোরের যে স্থানে জনসমুদ্রে ভাষণ দিয়েছিলেন, সেখানেই ২৪ নভেম্বর জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

ইতোমধ্যে যশোরের শামস্-উল হুদা স্টেডিয়াম ও স্টেডিয়াম সংলগ্ন ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ একীভূত করা হয়েছে। ২৪ নভেম্বর অতীতের যেকোনও জনসভার চেয়ে বড় জমায়েত করতে চায় আওয়ামী লীগ। পুরো যশোর শহর গণজমায়েতে পরিণত করতে চায় তারা। এই জনসভায় পাঁচ লাখের বেশি মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা আশা করছেন, পাঁচ লাখের বেশি মানুষ জনসভায় অংশ নেবেন।

দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ১৯৭২ সালের ২৬ ডিসেম্বর যশোরের এই স্টেডিয়ামে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল।

জনসভাস্থল শামসুল হুদা স্টেডিয়াম ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ এলাকায় অবস্থান করেন শেখ হেলাল উদ্দিন

সেদিনের জনসভায় উপস্থিত ছিলেন তৎকালীন ছাত্রলীগের কর্মী যশোর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা সৈয়দ ওসমান মঞ্জুর জানু (৭৪)। স্মৃতির পাতা খুলে সেদিনের অনুভূতি জানিয়ে মঞ্জুর জানু বলেন, ‘তখন আমার বয়স ২২-২৩ বছর। যশোর এমএম কলেজে ইন্টারমিডিয়েটে পড়ি। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। এখন যে স্টেডিয়াম, তার পশ্চিম দিকে সেদিন জনসভার মঞ্চ করা হয়েছিল। দুই পাশে গ্যালারি থাকলেও সম্মুখভাগ (বর্তমানে পৌর পার্ক) ছিল খোলা। তখন ডা. আব্দুর রাজ্জাক কলেজ হয়নি; ফলে পুরোটাই ফাঁকা ছিল। দুপুরের পরই বঙ্গবন্ধু ও জাতীয় নেতারাও মঞ্চে ওঠেন। আমরা দুপুরের আগেই মাঠে উপস্থিত হই। সেদিন জনসমাগমের ২০ শতাংশে ছিল নারীদের উপস্থিতি। গোটা এলাকা লোকারণ্য হয়ে গিয়েছিল। দুপুরের পরই বঙ্গবন্ধুর ভাষণ শুরু হয়। সবাই মনোযোগ দিয়ে ভাষণ শুনেছিলেন। এর আগে জাতীয় নেতারা বক্তব্য রাখেন। জনসভার মঞ্চে ছিলেন আওয়ামী লীগ নেতা সাবেক এমপি রওশন আলী, অ্যাডভোকেট নূরুল ইসলাম, গজনবী মোক্তার ও ছাত্রলীগ নেতা আলী তারেক প্রমুখ। আশা করছি, ৫০ বছর পর একই মাঠে বঙ্গবন্ধুকন্যার জনসভা জনসমুদ্রে পরিণত হবে।’

আরও পড়ুন: ‘যশোরে প্রধানমন্ত্রীর জনসভা জনসমুদ্রে রূপ নেবে’

এদিকে, ঐতিহাসিক ওই মাঠে ২৪ নভেম্বরের জনসভায় নৌকার আদলে তৈরি মঞ্চে ভাষণ দেবেন বঙ্গবন্ধুকন্যা। পাঁচ লাখের বেশি মানুষের জমায়েত করতে শামস্-উল হুদা স্টেডিয়াম ও ডা. আবদুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের মাঠ এবং পৌর পার্কের একাংশ সংযুক্ত করা হয়েছে। জনসভা সফল করতে চলছে নানা প্রস্তুতি। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।

জনসভাস্থল শামসুল হুদা স্টেডিয়াম পরিদর্শন করেছেন দলীয় নেতাকর্মীরা

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, ‘৫০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। দীর্ঘ সময় পর তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই স্টেডিয়ামে জনসভায় ভাষণ দেবেন। এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। স্টেডিয়ামের মাঠ বড় করার পাশাপাশি সমাবেশে আগত জনসাধারণের সার্বিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বড় পর্দায় সমাবেশ ও প্রধানমন্ত্রীর ভাষণ দেখার ব্যবস্থা করা হবে। আশা করছি, পাঁচ লাখের বেশি মানুষের সমাগম হবে।’

জনসভার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক এমপি অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির বলেন, ‘দুটি কারণে যশোর স্টেডিয়ামের জনসভা ঐতিহাসিক। প্রথমত ৫০ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানে জনসমুদ্রে ভাষণ দেন। দ্বিতীয়ত তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ৫০ বছর পর একই স্থানে ভাষণ দেবেন। এজন্য এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে।’

প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কর্মী-সমাবেশে বক্তব্য রেখেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

তিনি বলেন, ‘করোনা মহামারির কারণে গত তিন বছর জননেত্রী কোনও পাবলিক মিটিংয়ে যাননি। আগামী নির্বাচনকে সামনে রেখে যশোরেই তিনি প্রথম জনসভা করছেন। এই জনসভায় তিনি আগামী নির্বাচনের বার্তা দেবেন বলে আশা করছি। যশোরে দলের বর্ধিত সভায় প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা জনসভা সফল করতে আমাদের দিকনির্দেশনা দিয়েছিলেন। সে লক্ষ্যে আমরা তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণার কাজ করে যাচ্ছি। পাঁচ লাখ মানুষ জমায়েতের লক্ষ্য নিয়ে কাজ করছি আমরা।’

আরও পড়ুন: বিএনপি-জামায়াত আবারও দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়: এমপি নাবিল

এরইমধ্যে গতকাল রবিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জনসভাস্থল স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন শেখ হেলাল উদ্দিন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আগামী নির্বাচন সামনে রেখে এটিই প্রধানমন্ত্রীর প্রথম জনসভা। এই অঞ্চলের মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করছেন। উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনার কথা শুনতে উন্মুখ হয়ে আছেন লাখ লাখ মানুষ। সবার মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করছি আমরা। কাজেই বলতে পারি, এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে।’ 

প্রায় একঘণ্টা জনসভাস্থল শামস্-উল হুদা স্টেডিয়াম ও ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ এলাকায় অবস্থান করেন তিনি। সমাবেশস্থল ও আশপাশের এলাকার খুঁটিনাটি বিষয় পর্যবেক্ষণসহ বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন শেখ হেলাল উদ্দিন।

জনসভার প্রস্তুতির বিষয়ে কথা বলছেন মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি লাইজু জামান

এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা বিভাগের আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় ও যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রমুখ।

জনসভার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘জনসভাকে কেন্দ্র করে যশোরসহ গোটা দক্ষিণাঞ্চলের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় জেলার নেতাকর্মীরা একযোগে জনসভা সফল করতে কাজ করছেন। প্রধানমন্ত্রীর এই জনসভা জনসমুদ্রে রূপ নেবে। সে লক্ষ্যে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সভা করে প্রস্তুতি নিয়েছি আমরা।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
প্রাণিসম্পদ উন্নয়নে বেসরকারি খাতকে উদ্যোক্তা হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী
বিএনপির চিন্তাধারা ছিল অন্যের কাছে হাত পেতে চলবো: প্রধানমন্ত্রী
প্রাণিসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!