X
বুধবার, ১৫ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

হাইকোর্টের নির্দেশের পর ইবির হল প্রভোস্টকে প্রত্যাহার

ইবি প্রতিনিধি
০১ মার্চ ২০২৩, ১৭:৪৮আপডেট : ০১ মার্চ ২০২৩, ১৭:৪৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলমের দায়িত্বে অবহেলার ঘটনায় তাকে সরানোর আদেশ দিয়েছেন উচ্চ আদালত। বুধবার (১ মার্চ) উচ্চ আদালতের এক আদেশে এই নির্দেশ দেন। তাৎক্ষণিক এই বার্তা পেয়ে তাকে প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা হাইকোর্ট থেকে যে বার্তা পেয়েছি সেই অনুযায়ী ওই হলের প্রভোস্টকে প্রত্যাহার করেছি এবং হলের সিনিয়র হাউজ টিউটরকে সাময়িকভাবে হল চালানোর জন্য বলা হয়েছে।

ভুক্তভোগী ছাত্রীর বিষয়ে তিনি, আমরা তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে সবাইকে জানিয়েছি। হলে সিটের বিষয়ে আমি আজই ছাত্র উপদেষ্টাকে ওই ছাত্রী ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেছি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দুই দফায় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে রাতভর র‌্যাগিং, শারীরিকভাবে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করার অভিযোগ ওঠে। এতে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ছাত্রলীগ কর্মী তাবাসসুম ইসলাম, মোয়াবিয়া জাহান, ইসরাত জাহান মিম ও হালিমা খাতুন উর্মি জড়িত ছিলেন বলে অভিযোগ তোলেন ভুক্তভোগী। পরে লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই দিন পৃথকভাবে শেখ হাসিনা হল ও শাখা ছাত্রলীগ তদন্ত কমিটি গঠন করে।

পরে সব তদন্তে অভিযুক্তদের নির্যাতনের ঘটনার সত্যতা প্রমাণিত হয়। হলের করা তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের হল থেকে বহিষ্কার করা হয়। আজ কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

/এফআর/
সম্পর্কিত
প্রার্থিতা ফিরে পেলেন ওবায়দুল কাদেরের ভাই শাহদাত
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে রায়: আপিল করেছে রাষ্ট্রপক্ষ
ভাস্কুলাইটিস কেড়ে নিলো ইবি শিক্ষার্থীর প্রাণ
সর্বশেষ খবর
পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
কান উৎসব ২০২৪পর্দা উঠলো কান উৎসবের, মেরিল স্ট্রিপ ও মেসির ফেরা
বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
কান উৎসব ২০২৪বাংলা ট্রিবিউনের প্রশ্নের জবাবে যা বললেন লিলি
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
এমবাপ্পে রিয়ালে খেলবেন, নিশ্চিত করলেন লা লিগা প্রধান
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
লখনউকে হারিয়ে রাজস্থানকে প্লে অফে তুললো দিল্লি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
সোনার অলংকার কেনাবেচায় নতুন হার নির্ধারণ
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
তাসকিনকে সহ-অধিনায়ক করে বিশ্বকাপের দল ঘোষণা
পেঁয়াজ আমদানি শুরু
পেঁয়াজ আমদানি শুরু