X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

অন্তঃসত্ত্বা নারীকে পেট্রোলের আগুনে পুড়িয়ে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি
০৯ মার্চ ২০২৩, ১৯:৩৩আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৯:৩৩

কুষ্টিয়ায় জুলেখা খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার দায়ে রোকনুজ্জামান রনি (৩৮) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রোকনুজ্জামান রনি কুষ্টিয়া শহরের কমলাপুর এলাকার অবসরপ্রাপ্ত সেনা সদস্য ফজলুল হকের ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২১ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে ভাড়াটিয়া অন্তঃসত্ত্বা গৃহবধূ জুলেখা খাতুন বাড়ির মালিক হামিদা খাতুনের সঙ্গে তার দোতলায় বসে গল্প করছিলেন। এ সময় ইন্টারনেটের পাসওয়ার্ড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে আগে থেকে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বাড়ির মালিকের ছেলে রোকনুজ্জামান গৃহবধূ জুলেখার শরীরে পেট্রোল, তারপিনসহ অতিদাহ্য মিশ্রিত তরল ছুড়ে আগুন ধরিয়ে দেয়। এতে জুলেখা খাতুনের শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়।

গুরুতর আহত জুলেখাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের স্বামী মিরপুর উপজেলার সাহেবনগর গ্রামের বাসিন্দা পোল্ট্রি ব্যবসায়ী মেহেদী হাসান বাদী হয়ে অভিযুক্ত রোকনুজ্জামান রনির বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০২০ সালের ৩ জুন কুষ্টিয়া মডেল থানা পুলিশের পরিদর্শক জাবিদ হাসান মামলার একমাত্র আসামি রোকনুজ্জামানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। আদালত বৃহস্পতিবার রায় ঘোষণা করেন।

কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের কৌঁসুলি আব্দুল হালিম বলেন, অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত মামলার একমাত্র আসামি রনিকে মৃত্যুদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
রমনায় বোমা হামলা মামলা: আপিল ও ডেথ রেফারেন্স শুনানি কবে?
২৩ বছরেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিচার
সর্বশেষ খবর
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
‘সাংগ্রাই জলোৎসব’ যেন পাহাড়ে এক মিলন মেলা
পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
বাজেট ২০২৪-২৫পাঁচ উপায়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরিকল্পনা
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
টাকা ভাগাভাগি নিয়ে কাউন্সিলর-যুবলীগ নেতার সংঘর্ষে যুবক নিহত
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
অনিবন্ধিত ও অবৈধ নিউজ পোর্টাল বন্ধে পদক্ষেপ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’
‘মাঠে আমার শরীর কেউ স্পর্শ করতে পারেনি’