X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ১২০ টাকায় ৭৬ জনের পুলিশে চাকরি

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ মার্চ ২০২৩, ১০:১৭আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৬:৩০

সাতক্ষীরায় ১২০ টাকায় আবেদন করে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন ৭৬ জন। দরিদ্র কৃষক পরিবারের সন্তানরা মেধা ও যোগ্যতায় পুলিশের চাকরি পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। তারা পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার জন্য পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।

গত ২৭ ফেব্রুয়ারি সাতক্ষীরা পুলিশ লাইনস মাঠে কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু হয়। আবেদনকারী ৫ হাজার ৪৯ জন নারী-পুরুষ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় অংশ নেন। প্রথমে ডাক্তারি ও শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দৌঁড়, লং জাম্প, হাই জাম্পসহ বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেযন। পরপর তিন দিনের এসব পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২২৭ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন।

বুধবার (১৫ মার্চ) রাত ১১টায় সাতক্ষীরা পুলিশ লাইনসে পুলিশের ‘ট্রেনিং রিক্রুট (কনস্টেবল)’ পদে উত্তীর্ণদের তালিকা প্রকাশ করা হয়। এতে মোট ৭৬টি পদের বিপরীতে পরীক্ষা দিয়েছিলেন ৫ হাজার ৪৯ জন। ফিটনেস টেস্ট, লিখিত পরীক্ষা এরপর ভাইভা। তিনটি ধাপ শেষে বৃহস্পতিবার (১৬ মার্চ) এই ফলাফল দেওয়া হয়।

ফলাফল জানার পর আনন্দে কেঁদে ওঠেন বেশকিছু প্রার্থী। তারা বলেন, নিজের যোগ্যতা দিয়েই তারা চাকরি পেয়েছেন। এজন্য পরীক্ষা ফি বাবদ মাত্র ১২০ টাকা ব্যয় হয়েছে। এজন্য তারা জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানান।

ফলাফল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, বাগেরহাট থানার অতিরিক্ত পুলিশ সুপার রাসেলুর রহমান, খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান সহ সাতক্ষীরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রথম স্থান অধিকারী জাহিদ হাসান বলেন, ‘ছোটবেলায় বাবা আমাদের রেখে নিরুদ্দেশ হন। এরপর মা বাড়িতে বাড়িতে কাজ করে সংসার চালাতেন। অনেক কষ্টে, অনাহারে দিন কেটেছে। পুলিশের চাকরি পেয়ে এখন কষ্ট কমবে।’

নিয়োগপ্রাপ্ত জাকিয়া সুলতানা জানান, তার বাবা একজন কৃষক। তারা ভাইবোন পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দিয়ে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়ে খুশি।

পেশায় দিনমজুরের ছেলে সামছুজ্জামানও নিজ যোগ্যতায় চাকরি পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কৃষকের মেয়ে সাজু চাকরি পেয়ে আবেগাপ্লুত হয়ে জানান, দেশসেবাই তার একমাত্র কাজ হবে। দালাল ছাড়াই চাকরি পেয়ে গরিবের জন্য কাজ করতে চান।

চা দোকানির মেয়ে খুরশিদা খাতুন টাকা ছাড়া পুলিশের চাকরি হয় না জেনেও লাইনে দাঁড়িয়ে চাকরি পেয়ে আনন্দে কেঁদে ফেলেন। ১২০ টাকায় যে চাকরি হয় তিনি নিজে তার সাক্ষী। তখন পাশে দাঁড়ানো তার বাবা বারবার চোখের পানি মুছতে থাকেন।

তিনি পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ঘুষ ছাড়া যে পুলিশে চাকরি পাওয়া যায় তার প্রমাণ পেলাম।’

ঘুষ ছাড়া মেয়ে চাকরি পাওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বাবা।

এদিকে জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, ‘আমরা অত্যন্ত কঠোরভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি।’

পরীক্ষায় উত্তীর্ণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা পেশাদারত্বের সঙ্গে দেশপ্রেম নিয়ে কাজ করবে।’

/আরআর/
সম্পর্কিত
মানবিকতায়ও নজির স্থাপন করেছে পুলিশ: ডিএমপি কমিশনার
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী