X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যে দল নির্বাচনে অংশ নেবে না তারা রাজনৈতিক সংকটে পড়বে: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২১ মার্চ ২০২৩, ১৬:৩৯আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৭:২৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘আমরা বারবার বলে এসেছি, আগামী সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে হবে। সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। বর্তমান নির্বাচন কমিশন সেই নির্বাচন পরিচালনা করবে। যেসব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেওয়ার সক্ষমতা আছে তারা অবশ্যই নির্বাচনে অংশ নেবে। যদি কেউ নির্বাচনে অংশ না নেয় তাহলে তারাই পরে রাজনৈতিক সংকটে পড়বে।’

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি আন্দোলন সংগ্রাম করে এই সরকারের কিছু করার সক্ষমতা নেই। আমরা এর আগেও বলেছি, বাংলাদেশে এমন কোন রাজনৈতিক শক্তি নেই যারা আন্দোলন করে সরকারের পতন ঘটাতে পারে। এসব আন্দোলনের খেলা বিএনপির শেষ হয়ে গেছে। এদের এই আন্দোলনের খেলা এখন জনগণ ভাঁওতাবাজি ছাড়া আর কিছু না মনে করে না।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘হত্যা, সন্ত্রাসী, জ্বালাও-পোড়াও নাশকতামূলক কর্মকাণ্ড করা বিএনপির রাজনৈতিক চরিত্র। তাড়া প্রতিষ্ঠাকাল থেকেই এই কাজ করে এসেছে। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত হত্যা সন্ত্রাস করেছে।’

তিনি বলেন, ‘২০১৩, ১৪ ও ১৫ সালে আন্দোলনের নামে তারা পেট্রোলবোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। এগুলো দেশবাসী জানে। তবে তার যে পরিণতি ভালো হয় না সেটি নিশ্চয়ই বিএনপির উপলব্ধি হয়েছে। হাড়ে হাড়ে টের পেয়েছে। পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার পরে তাদের যে শাস্তি পেতে হয় সেটি ওরা জানে।’

হানিফ আরও বলেন, ‘আমাদের বিশ্বাস, বিএনপি অতীতে যে ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করেছে এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড করার ভবিষ্যতে আর সাহস পাবে না। সেই সুযোগও পাবে না।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
মাহবুবউল আলম হানিফের প্রত্যাশা‘জাতীয় পার্টি বিরোধী দল হিসেবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবে’
হানিফের সম্পদ বেড়েছে তিন গুণ, হলফনামায় নেই স্ত্রীর সম্পদ
‘যারা নির্বাচনে অংশ নেন নাই, তারা ভুল করছেন’
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা