X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

উপকূলে ওয়াটার বুথ, ৫ টাকায় মিলবে ২০ লিটার বিশুদ্ধ পানি

মোংলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩, ২০:০৯
সুপেয় পানি নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন উপকূলের বাসিন্দারা। তবে এবার দুশ্চিন্তা কমবে তাদের। কম টাকায় তাদের কাছে সুপেয় পানি পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। এজন্য সুপেয় পানির ওয়াটার বুথ খুলেছে তারা। এই এটিএম ওয়াটার বুথে প্রতি লিটার পানি মিলবে মাত্র ৪০ পয়সায়। এটিএম বুথে পাঁচ টাকার কয়েন দিলেই পাওয়া যাবে ২০ লিটার বিশুদ্ধ পানি। এক টাকার কয়েনে মিলবে চার লিটার এবং দুই টাকার কয়েনে আট লিটার।
 
রবিবার (২৪ সেপ্টেম্বর) ওয়াটার বুথ সেবা উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুক আব্দুল খালেক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির প্রধান মহাব্যবস্থাপক শান্তনু কুমার মিশ্র, মহাব্যবস্থাপক মঙ্গলা হারির্নান, উপ-ব্যবস্থাপক আনোয়ারুল আজিম, ব্যবস্থাপক তরিকুল ইসলাম, মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান।
 
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মোংলা পোর্ট পৌরসভায় একটি, বুড়িরডাঙ্গা ইউনিয়নে তিনটি, রাজনগরে দুটি ও গৌরম্ভা ইউনিয়নের দুটি এটিএম বুথ থেকে সুপেয় পানি পাবেন এখানকার বাসিন্দারা। এ ছাড়া এসব বুথ থেকে রিভার অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট পদ্ধতিতে পানি পাবেন আশপাশের এলাকার বাসিন্দারা।
 
দুই কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বিশুদ্ধ পানির এসব প্ল্যান্ট স্থাপন করা হয়েছে উল্লেখ করে প্রকল্প ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন, ‘সুপেয় পানি এই এলাকার প্রধান সমস্যা। সমস্যা নিরসনে সামাজিক দায়বদ্ধতা থেকে এখানকার কয়েক হাজার পরিবারের মধ্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এতে বিশুদ্ধ পানির দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাবেন তারা।’
 
সুপেয় পানির ব্যবস্থা পেয়ে বুড়িরডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা করিম ফকির ও নারায়ণ বিশ্বাস বলেন, ‘এতদিন খালের লোনা পানি ফিটকিরি দিয়ে ও দূর-দূরান্ত থেকে খাবার পানি এনে জীবন বাঁচিয়েছি। সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ। আমাদের যে উপকার হলো, তা বলে বুঝাতে পারবো না।’
/এএম/
সম্পর্কিত
যুবদল নেতার নেতৃত্বে নাগরিক পার্টির শ্রমিক সমাবেশে হামলা, আহত ১০
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
এক মাস ধরে বিশুদ্ধ পানির সংকট, দুর্ভোগে রায়পুর পৌরবাসী
সর্বশেষ খবর
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
আ.লীগেরর কার্যক্রম নিষিদ্ধে সরকারের সিদ্ধান্ত যুগান্তকারী: মজলিস
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসতে যাচ্ছে ব্যাপক পরিবর্তন
তারকাদের মা দিবস…
তারকাদের মা দিবস…
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ