X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মোংলা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন

মোংলা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০২৩, ১৪:০৫আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১৪:০৬

মোংলা-খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করেছেন বিএনপির নেতাকর্মীরা। সোমবার (৬ নভেম্বর) ভোরে মহাসড়কের ভাগা ও রনসেন এলাকায় আগুন জ্বালিয়ে এ অবরোধ কর্মসূচি করেন তারা।

এদিকে, গত রাতে পুলিশ মোংলার কবরস্থান ও দিগরাজ এলাকা থেকে চার জনকে গ্রেফতার করেছেন। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করেন। পুলিশের ধরপাকড়ের ভয়ে বিএনপি নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে গা ঢাকা দিয়েছেন। ফলে মূল দলের নেতাকর্মীদের না পেয়ে এখন নিরীহ মানুষকে বিএনপি নেতাকর্মী সাজিয়ে গ্রেফতারের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

পুলিশের ধরপাকড়ে মোংলা-রামপালের সহস্রাধিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাঁতীদল ও ছাত্রদলের নেতাকর্মীরা পরিবার ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশের তল্লাশি, ভীতি ও আতঙ্কে এখন মোংলা-রামপালের নেতাকর্মীরা বাড়িঘর এবং নিজ নিজ এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। গত কয়েকদিনে মোংলা-রামপালের প্রায় অর্ধশত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন।

অভিযোগ উঠেছে, পুলিশের গ্রেফতার, অন্যদিকে তল্লাশির নামে ভীতি ও আতঙ্ক সৃষ্টিতে পরিবার থেকে নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাদের পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছেন।

বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম দাবি করেন, নাশকতার কাল্পনিক মামলায় পুলিশ প্রতিনিয়ত নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে চলেছেন। পুলিশ এটি চরম অমানবিক কাজ করছেন। পুলিশের ধরপাকড়ের ফলে নেতাকর্মীরা পালিয়ে থাকায় তাদের পরিবারপরিজন খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে, যেটি চরম অমানবিক হয়ে পড়েছে। অহেতুক গ্রেফতার, তল্লাশি ও আতঙ্ক সৃষ্টি করে পুলিশ সরকারের এজেন্ডা বাস্তবায়নে নির্লজ্জ কাজ করে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশের চলমান আগ্রাসী ভূমিকা পালন থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।

গ্রেফতারের বিষয়ে মোংলা থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, যাদেরকে আটক করা হচ্ছে তারা সবাই তালিকাভুক্ত।

/এফআর/
সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ