X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

খুলনার ছয় আসনে ‘নৌকার মাঝি’ হতে চান অর্ধশতাধিক

হেদায়েৎ হোসেন, খুলনা
২৪ নভেম্বর ২০২৩, ১৯:০০আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৯:০০

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি আসনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সরব। ক্ষমতাসীন আওয়ামী লীগেই মনোনয়ন পেতে আগ্রহী ৫৪ জন। খুলনা-২ আসনে আওয়ামী লীগের একক প্রার্থী রয়েছেন বর্তমান সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল। এছাড়া অন্য পাঁচটি আসনেই রীতিমতো ‘প্রার্থী জট’ রয়েছে। এরমধ্যে খুলনা-৬ আসনে মনোনয়নের দৌড়ে সর্বোচ্চ ১৫ জন প্রার্থী রয়েছেন। 

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার একাধিক আসনে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের গুঞ্জন রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বর্তমান একাধিক সংসদ সদস্য নানা বিতর্কের জন্ম দিয়েছেন। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দলীয় প্রতিবেদনে উঠে আসা বর্তমান বিতর্কিত সংসদ সদস্যরা বাদ পড়ার শঙ্কা রয়েছে। ফলে সেসব আসনে ‘ক্লিন ইমেজ’র জনপ্রিয় প্রার্থী খুঁজছে আওয়ামী লীগ।

এদিকে স্থানীয় নেতারা জানিয়েছেন, বর্তমান এমপিরা কে কেমন করেছেন, জনগণের সঙ্গে কার কতটুকু সংশ্লিষ্টতা আছে, কে জনবান্ধব— সব তথ্যই দলীয় সভানেত্রীর কাছে আছে। তাই চূড়ান্ত প্রার্থী ঘোষণা নিয়ে কোনও বিতর্কের সুযোগ থাকবে না।

আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী যারা

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ১০ জন। মনোনয়ন ফরম নিয়েছেন একাদশ সংসদের হুইপ, বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, সাবেক সংসদ সদস্য ননী গোপাল মণ্ডল, সংরক্ষিত আসনে সংসদ সদস্য অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, আওয়ামী লীগ নেতা বিনয় কৃষ্ণ রায়, নান্টু রায়, শ্রীমান্ত অধিকারী রাহুল, সনত কুমার বিশ্বাস, সাবেক সচিব প্রশান্ত কুমার রায় ও চালনা পৌর মেয়র অচিন্ত্য কুমার মণ্ডল।

খুলনা-২ আসনের এককপ্রার্থী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র শেখ সালাহ উদ্দিন জুয়েল।

খুলনা-৩ (খুলনা মহানগরের খালিশপুর ও দৌলতপুর থানা) আসনে প্রার্থী হতে চান ছয় জন। এর দৌড়ে আছেন আসনটির বর্তমান সংসদ সদস্য, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর সদস্য অধ্যাপক রুনু ইকবাল বিথার, নগর আওয়ামী লীগের যুব ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন হিটলু, দৌলতপুর আওয়ামী লীগ সভাপতি শেখ সৈয়দ আলী ও প্রবাসী আওয়ামী লীগ নেতা শেখ বাদল আহমেদ।

খুলনা-৪, (রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আসনে প্রার্থী হওয়ার লড়াইয়ে আছেন ৯ জন। নৌকার মনোনয়ন ফরম নিয়েছেন সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রিজভী আলম, সাবেক এমপি (প্রয়াত) এস এম মোস্তফা রশিদী সুজার ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম খালিদীন রশিদী সুকর্ণ, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, যুগ্ম সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, নগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা মো. নুর আলম ও সাবেক অ্যাডিশনাল আইজিপি মারুফ আহমেদ।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে প্রার্থী হতে চান ১৩ জন। এরমধ্যে আছেন আসনটির বর্তমান সংসদ সদস্য, সাবেক মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তফা সরোয়ার, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক অজয় সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি মো. মাহাবুব-উল ইসলাম, বি এম এ সালাম, ডা. গনি মোল্যা, সরদার আবু সালেহ, ইঞ্জিনিয়ার মৃণাল কান্তি জোয়ারদার, শেখ আকরাম হোসেন, অ্যাডভোকেট প্রতাপ কুমার রায়, আজগর বিশ্বাস তারা ও চৈতালী হালদার।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে  সর্বোচ্চ ১৫ জন প্রার্থী নৌকার প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। এরমধ্যে বর্তমান সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বাবু ছাড়াও আছেন সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব আলী সানা, জেলা যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মণ্ডল, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, কয়রা আওয়ামী লীগ সভাপতি জিএম মহসিন রেজা, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, আওয়ামী লীগের জেলা স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলম, সাবেক পাইকগাছা উপজেলা সভাপতি মো. রাশিদুজ্জামান মোড়ল, জেলা নেতা মো. খাইরুল আলম, এস এম সাইফুল্লাহ আল মামুন ও যুবলীগ নেতা এস এম রাজু।

এ প্রসঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী বলেন, তিনি নিজেও খুলনা ৪ আসন থেকে একজন প্রার্থী। তাই বিশেষ কোনও মন্তব্য নেই। তবে বর্তমান এমপিরা কে কেমন করেছেন, জনগণের সাথে কার কতটুকু সংশ্লিষ্টতা আছে, কে জনবান্ধব— সব তথ্যই দলীয় সভানেত্রীর কাছে আছে। 

চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হলে তা নিয়ে কোনও বিতর্কের সুযোগ থাকবে না বলেও মনে করেন তিনি।

খুলনা-৫ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী মোস্তফা সরোয়ার বলেন, ‘কারও বিরুদ্ধে আমার কোনও অভিযোগ বা মন্তব্য নেই। সবার মতোই আমিও চাই নৌকা। দলীয় সভানেত্রী অনুমোদন দিলে ইনশাআল্লাহ বিজয়ী হবো, এ বিশ্বাস আমার আছে।’

খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য শেখ নুরুল হকের পুত্র, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল বলেন, খুলনা-৬ আসন থেকে আমার বাবা বার বার এমপি নির্বাচিত হয়েছেন। জনগণের খুব কাছের মানুষ ছিলেন তার পিতা। সেই ধারাবাহিকতায় তিনিও জনগণের সঙ্গে আছেন। দলীয় প্রতীক নৌকা পেলে জনতা তাকে বঞ্চিত করবেন না বলে মনে করেন তিনি।

/ইউএস/
সম্পর্কিত
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সর্বশেষ খবর
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাইযোদ্ধা দুর্জয়
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জুলাইযোদ্ধা দুর্জয়
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ