X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২
যশোর-৩ আসন

নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন কাজী নাবিল

যশোর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৩, ১৩:২১আপডেট : ৩০ নভেম্বর ২০২৩, ১৮:১৪

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যশোর-৩ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী নাবিল আহমেদ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় তিনি জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।  

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের উদ্দেশে যশোর-৩ আসনের দুইবারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা যশোর-৩ আসনে আমাকে তৃতীয়বারের মতো দলীয় মনোনয়ন দিয়েছেন। এ জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ

তিনি বলেন, ‘জনগণের সরব অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু, অবাধ নির্বাচনের ব্যাপারে গুরুত্বারোপ করেছেন। আমরা আনন্দিত, বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উৎসাহের সঙ্গে নির্বাচনে অংশ নিচ্ছেন।’

যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর কবর জিয়ারত

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে আবারও যশোর সদরের মানুষের সেবা করার জন্য মনোনীত করেছেন। আমি জনগণের ভোটে জয়লাভ করে আবারও তাদের জন্য কাজ করবো, ইনশাআল্লাহ।’

গত ২৮ নভেম্বর কাজী নাবিল আহমেদের পক্ষে মনোনয়নপত্র ক্রয় করা হয়।

নেতাকর্মীদের নিয়ে গরিব শাহ মাজারে দোয়া-প্রার্থনা

এর আগে, সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে যশোর শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কাজী নাবিল। এরপর বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। জমাদান শেষে মিছিল নিয়ে গরিব শাহ মাজারে গিয়ে দোয়া-প্রার্থনা করেন। এরপর যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলী রেজা রাজুর কবর জিয়ারত করেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কাজী নাবিল আহমেদের সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান পিকুল, যশোর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা চেয়ারম্যান যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ চৌধুরী, মেহেদী হাসান মিন্টু, এস এম আফজাল হোসেন প্রমুখ।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
যত দ্রুত সম্ভব নির্বাচন হবে, যুক্তরাষ্ট্রকে জানিয়েছে সরকার
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন: প্রেস সচিব
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ