X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

দুর্বৃত্তের আগুনে পুড়লো ৬টি গাভি, কাঁদছেন কৃষক

যশোর প্রতিনিধি
২৭ মার্চ ২০২৪, ১৮:০১আপডেট : ২৭ মার্চ ২০২৪, ১৮:০১

যশোরের চৌগাছায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে মারা গেছে এক কৃষকের দুটি গাভি। আরও দুটি গাভি ও দুটি বাছুর অগ্নিদগ্ধ হয়ে মরণাপন্ন অবস্থায় রয়েছে। মৃত গাভির একটি গর্ভবতী ছিল। গুরুতর অগ্নিদগ্ধ দুটিও গর্ভবতী। এতে ওই কৃষকের চার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাতে চৌগাছার স্বরুপদাহ ইউনিয়নের স্বরুপদাহ গ্রামের পশ্চিমপাড়ার কৃষক তাহাজ্জেল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, কৃষক তাহাজ্জেলের গোয়ালঘরে আগুনের ঘটনা স্বাভাবিক ছিল না। তার গোয়ালঘরের পাশে আগুনের কোনও উৎস নেই। কেউ হিংসার বশবর্তী হয়ে এই ক্ষতি করেছে। কিছুদিন আগে ওই কৃষকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি হয়েছিল। সে সময়ের চোরেরাও এই ঘটনা ঘটাতে পারে।

কৃষক তাহাজ্জেল হোসেন জানিয়েছেন, মঙ্গলবার রাতে তারাবিহ নামাজ পড়ে এসে গরুগুলোকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে গরুর চিৎকার ও পাটখড়ি পোড়ার শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখেন গোয়ালঘরে আগুন জ্বলছে। আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে এসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুন নেভানোর পর দেখা যায়, গোয়াল ঘরে থাকা তিনটি গাভি, তিনটি বাছুর ও দুটি খাসি ছাগলের মধ্যে একটি বকনা বাছুর ও একটি গর্ভবতী গাভি পুড়ে মারা যায়। অগ্নিদগ্ধ হয়েছে দুটি গর্ভবতী গাভি ও বাছুর। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে তাহাজ্জেল নিজেও আহত হয়েছেন।

তাহাজ্জেল বলেন, ‘আমার তিনটি গাভি প্রতিদিন চার-পাঁচ কেজি করে দুধ দিতো। দুধ বিক্রির টাকায় সংসার চলছিল। মারা যাওয়া দুটি গাভির মূল্য আনুমানিক দুই লাখ টাকা এবং আহত দুটি গাভি ও বাছুরের অবস্থা আশঙ্কাজনক। এগুলোর শরীরের ৮০ ভাগই ঝলসে গেছে। আমি নিঃস্ব হয়ে গেলাম।’ 

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কারও সঙ্গে শত্রুতা নেই এই কৃষকের। অনেক কষ্টে ছেলেমেয়েকে বড় করছেন। কষ্টের মধ্যে গরুগুলো তার সংসারের দুঃখ ঘুচিয়ে দেয়। এখন সব হারিয়ে কাঁদছেন ওই কৃষক।

ওই গ্রামের বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মাহবুবুল আলম রিংকু বলেন, ‘আমার বাড়ির পাশেই তাহাজ্জেল হোসেনের বাড়ি। গ্রামের একেবারে শেষ প্রান্তে। আমাদের পারিবারিক এবং উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সানোয়ার হোসেন বকুলের জমি লিজ নিয়ে চাষাবাদ করেন ওই কৃষক। কারও সঙ্গে বিরোধ নেই। রাতে সংবাদ পেয়েই আগুন নেভাতে যাই। দুটি গরু মারা গেছে আরও তিনটির অবস্থা গুরুতর। গরুগুলো দাঁড়াতে পারছে না। কেঁপে কেঁপে পড়ে যাচ্ছে। প্রাণিসম্পদ অফিসের লোকজন এসে ওষুধ দিয়ে গেছে। তবু হয়তো বাঁচানো যাবে না।’

ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক উল্লেখ করে স্বরুপদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল কদর বলেন, ‘মানুষের সঙ্গে শত্রুতা থাকতে পারে। তাই বলে নিরীহ প্রাণী হত্যা কোনও মানুষের কাজ হতে পারে না।’

চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছুরিকাঘাতে যুবককে হত্যা, দাফনের পর অভিযুক্ত তিন জনের বাড়িতে আগুন
রাজশাহীতে বোরো ধানের বাম্পার ফলন
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
সর্বশেষ খবর
অপারেশন সিঁদুর: ভারতের অর্জন কী?
অপারেশন সিঁদুর: ভারতের অর্জন কী?
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার
প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগ, বাবা গ্রেফতার
সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, ৬ জনের মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৩৮৫৭০ হজযাত্রী, ৬ জনের মৃত্যু
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
ফারিণের হাতে ফুল ও কুড়াল, কারণ কী!
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, ছাত্রদল-যুবদলের ১০ নেতাকর্মী আটক
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো