খুলনায় দুর্বৃত্তের করা ছুরিকাঘাতে আহত মো. পলাশ (১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রবিবার রাত ৮টার দিকে নগরের শান্তিধাম মোড়ে জাতিসংঘ শিশুপার্কের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়।
নিহত পলাশ খুলনা সদর থানার মতলেবের মোড় এলাকার বাসিন্দা মো. আবদুল হামিদ খানের ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। তবে এ ঘটনায় সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে ঈদমেলায় তুচ্ছ ঘটনায় পলাশের সঙ্গে প্রতিপক্ষের বিরোধ সৃষ্টি হয়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পলাশের পেটে আঘাত করে। আহত অবস্থায় রাত ৯টার দিকে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় অস্ত্রোপচার করা হয়। কিন্তু আঘাত এতোটাই গভীর ছিল যে তাকে বাঁচানো যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হুসাইন বলেন, সন্ত্রাসী হামলায় আহত পলাশের মৃত্যু হয়েছে। রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।