মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে আবারও ৩০ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার (২৬ মে) রাতের আঁধারে মুজিবনগর উপজেলার আনন্দবাস সীমান্ত দিয়ে বিএসএফ নারী ও শিশুসহ ৩০ বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে পুশব্যাক করেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, পশ্চিমবঙ্গ সীমান্ত হয়ে সোনাপুর মাঝপাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে এই ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে আনন্দবাস ক্যাম্পে নিয়ে যায়।
বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান বলেন, তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে বসবাস করছিল। বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ তাদের আটক করে ফেরত পাঠিয়েছে। অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
স্থানীয় সূত্র জানায়, জীবিকার তাগিদে কয়েক বছর আগে তারা ভারতের হরিয়ানা রাজ্যে যান ও সেখানকার বিভিন্ন এলাকায় দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজে নিযুক্ত ছিলেন। এক সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন স্থান থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে বহরমপুরের একটি জেলে পাঠায়। সেখান থেকেই বিএসএফ তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশব্যাক করে।
মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান জানান, বিজিবি কাছে আটক ৩০ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।