X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহ প্রতিনিধি
০৩ জুন ২০২০, ১৫:১৫আপডেট : ০৩ জুন ২০২০, ১৫:২৩

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ময়মনসিংহের ভালুকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক দম্পতিসহ তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন দুই জন। বুধবার (৩ জুন) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এক দম্পতি এবং সকালে সিডস্টোর বাজার এলাকায় এক মোটরসাইকেল চালক নিহত হন।

ভালুকা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওজায়ের আল মাহমুদ আদনান বিষয়টি নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতরা হলেন, কুলেছা বেগম (৪২) এবং তার স্বামী আক্কাস আলী এবং মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (৩২)। এই ঘটনায় আরেক দম্পতি আহত হন। তারা হলেন, জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টি (১৮)। তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওজায়ের আল মাহমুদ আদনান জানান, শেরপুরের নালিতাবাড়ি থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা ক্লাবের বাজার এলাকায় অপর একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা পোশাক শ্রমিক দুই দম্পতি মহাসড়কে ছিটকে পড়েন। এই সময় অপর একটি গাড়ির চাপায় ঘটনাস্থলেই কুলেছা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিহত কুলেছা বেগমের স্বামী আক্কাস আলীর মৃত্যু হয়। আহত অপর দম্পতি জসিম উদ্দিন (২৫) ও বৃষ্টিকে (১৮) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, সকালে মহসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় একটি মোটরসাইকেলকে পিছন থেকে ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক কামরুল ইসলাম (৩২) ঘটনাস্থলেই নিহত হন।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে