X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

জামালপুরে বজ্রাঘাতে প্রাণ গেলো ৫ জনের

জামালপুর প্রতিনিধি
০৪ জুন ২০২১, ২১:৩৫আপডেট : ০৪ জুন ২০২১, ২২:৪৭

জামালপুরের তিন উপজেলায় বজ্রাঘাতে দুই নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ জুন) বিকালে বজ্রাঘাতে বকশীগঞ্জ উপজেলায় এক নারীসহ তিন জন, দেওয়ানগঞ্জে এক রাজমিস্ত্রি এবং সরিষাবাড়ীতে এক নারীর মৃত্যু হয়েছে।

তারা হলেন খলিলুর রহমান (৫৫), হরবাদশা (৪৫), আকিজা বেগম (৩৫) আনা মিয়া (১৫) ও আঙ্গুরি বেগম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে বকশীগঞ্জের উত্তর মাইছানিরচর গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান বৃষ্টির সময় ব্রহ্মপুত্র নদে গোসল করতে যান। এ সময় বজ্রাঘাতে তার মৃত্যু হয়। ক্ষেত থেকে ধান নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে মারা যান পূর্ব কলকীহারা গ্রামের মহিজল হকের ছেলে হরবাদশা। বাড়ির পাশে শুকাতে দেওয়া খড় আনতে গেলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় একই গ্রামের আবদুল খালেকের স্ত্রী আকিজা বেগমের।

এদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা। তিনি বলেন, এদের পরিবারকে সহায়তা করা হবে।

সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়ায়া গ্রামের আবেল মিয়ার ছেলে আনা মিয়া রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার সময় চিকাজানী দিঘিপাড় এলাকায় বজ্রাঘাতে মারা যায়। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

সন্ধ্যায় বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হন সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের কটুরিয়া গ্রামের মোজাম্মেলের স্ত্রী আঙ্গুরী বেগম। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মায়মা বিষয়টি নিশ্চিত করেছেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
রাজধানীতে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যুর অভিযোগ
ভবন থেকে পড়ে চায়না নাগরিকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
চীনে মুক্তি, নতুন ইতিহাস গড়বে ‘টুয়েলভথ ফেল’?
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
ঢাকায় চীনের ভিসা সেন্টার, প্রয়োজন হবে না দূতাবাসে যাওয়ার
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে সুর কৃষ্ণর ৬০০ ধাপ উন্নতি
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট
তৃতীয় ধাপে যেসব উপজেলায় ভোট