X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ব্রহ্মপুত্রে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে ঘরবাড়ি-গোরস্থান

আতাউর রহমান জুয়েল, ময়মনসিংহ
১৭ মে ২০২২, ০৯:৫৫আপডেট : ১৭ মে ২০২২, ১০:০৯

ময়মনসিংহ সদরের তারাগাই ব্রহ্মপুত্র নদের পাশে গৃহবধূ সালেহা খাতুনের (৭৫) বাড়ি। বিয়ের পর ৬০ বছর ধরে সেখানে বাস করছেন। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের ফলে ব্রহ্মপুত্র নদের ভাঙনে তার বাড়ির পাশের পাকা রাস্তার অর্ধেক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পারিবারিক গোরস্থানের অর্ধেক নদীগর্ভে চলে গেছে, বাকিটাও ঝুঁকিতে। গোরস্থান না থাকলে মৃত্যুর পরে কোথায় কবর হবে, এ নিয়ে চিন্তিত সালেহা। 

তিনি বলেন, ‘ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। ফলে প্রতিদিনই ভাঙছে নদীর আশপাশের বাড়িঘর, রাস্তাঘাটসহ গোরস্থান। ইতোমধ্যে তাদের পারিবারিক গোরস্থানের অর্ধেক নদীগর্ভে চলে গেছে। ভেঙে গেছে পাশের রাস্তার অর্ধেক। আসছে বর্ষায় বাকি গোরস্থান ও রাস্তা নদীগর্ভে চলে যাবে।’

সরেজমিন ব্রহ্মপুত্র নদের পাশের ঘুন্টি, কিসমত, তারাগাই, কল্যাণপুর, বাহাদুরপুর গ্রাম হয়ে বেগুনবাড়ি পর্যন্ত দেখা গেছে, অবৈধ ড্রেজার মেশিনের ছড়াছড়ি। ড্রেজার দিয়ে বালু তুলে সড়কের পাশে রেখে বিক্রি করা হচ্ছে। দিনরাত বালু পরিবহনে ব্যবহার হচ্ছে শতাধিক ট্রাক। এতে এলাকায় ধুলোবালি উড়ে পরিবেশ নষ্ট হচ্ছে।

ড্রেজার দিয়ে বালু তোলায় প্রতিদিনই ভাঙছে নদীর আশপাশের বাড়িঘর, রাস্তাঘাট ও গোরস্থান

স্থানীয় দোকানি ফারুক জানান, স্থানীয় প্রভাবশালী হাজী সিরাজ, বাদল মেম্বার, জুলহাস, ফরহাদ, সজীব, আসাদ ও আবু সাঈদসহ ১৫-২০ ব্যক্তি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে ব্রহ্মপুত্র থেকে বালু তুলে বিক্রি করছেন। অপরিকল্পিত বালু উত্তোলনের ফলে ব্রহ্মপুত্রের আশপাশের অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক বাড়ি বিলীন হওয়ার পথে। রাস্তাঘাটের অনেক জায়গা ভাঙন ধরেছে। পাশাপাশি গোরস্থান, মসজিদ, মাদ্রাসা ও স্কুল হুমকির মুখে। প্রশাসনের নজরদারি না থাকায় এই প্রভাবশালী মহল লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

স্থানীয় জুবায়েদ হোসেন জানান, বালু উত্তোলনকারীরা প্রভাবশালী। তারা মানুষের বাড়িঘরের ভেতর দিয়ে পাইপ নিয়ে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে। এভাবে বালু তোলায় কল্যাণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক দেবে গেছে। এতে হুমকির মুখে পড়েছে বিদ্যালয়টি।

বালু উত্তোলনের ফলে ব্রহ্মপুত্রের আশপাশের অনেক বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে

বালু ব্যবসায়ী আসাদ জানান, বিভিন্ন সময়ে প্রশাসনের লোকজন এসে ড্রেজার মেশিন জব্দ করে, জরিমানা করে এবং মামলা পর্যন্ত দিয়েছে। তবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উঠালে স্থানীয় লোকজনের তেমন কোনও একটা সমস্যা হচ্ছে না। বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর ভাঙনের কবলে পড়ে বাড়িঘর, রাস্তাঘাটসহ অনেক প্রতিষ্ঠান।

জেলা প্রশাসক এনামুল হক বাংলা ট্রিবিউনকে জানান, দ্রুতই অবৈধ ড্রেজার মেশিন মালিকদের বিরুদ্ধে অভিযান চালানো হবে। কোনোভাবেই তাদেরকে ছাড় দেওয়া হবে না। অবৈধভাবে বালু উত্তোলন করে থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নৌকাডুবিতে নিহত ৪
নদী রক্ষায় সামাজিক সম্পৃক্ততা বাড়াতে হবে: সংলাপে বক্তারা
উপকূলীয় অঞ্চল সমুদ্রে বিলীন হলে ঢাকার চারপাশে লবণাক্ততা বাড়বে
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়