X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

নালিতাবাড়ী উপজেলা আ. লীগের সভাপতি মোস্তফা, সম্পাদক ওয়াজ কুরুনী

শেরপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২২, ০৬:২২আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ০৬:২২

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়ামে সম্পন্ন হয়েছে। কাউন্সিল শেষে সন্ধ্যায় ঘোষিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রূপনারায়নকুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এএইচএম মোস্তফা কামাল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সদ্য বিলুপ্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী।

এর আগে দুপুরে উপজেলা পরিষদের নবনির্মিত অডিটরিয়াম প্রাঙ্গনে কাউন্সিল উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি, জাতীয় সংসদের হুইপ ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। পরে অডিটরিয়ামে আয়োজিত কাউন্সিলের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক কৃষিমন্ত্রী এবং শেরপুর-২ আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শেরপুর- ৩ আসনের সাংসদ ফজলুল হক চাঁন ও সদস্য মারুফা আক্তার পপি।

পুরনো কমিটি বিলুপ্ত করে প্রথম অধিবেশন সমাপ্ত করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল।

প্রধান অতিথির ভাষণে বেগম মতিয়া চৌধুরী বলেন, জিয়া যে কলম দিয়ে সংবিধানে বিসমিল্লাহ লিখেছে, সে কলম দিয়েই বার ও মদের লাইসেন্স দিয়েছে।

তিনি বলেন, অপট্যিকাল ফাইবারের সাহায্যে শেখ হাসিনা যে ইন্টানেটের ব্যবস্থা করেছেন, সেই ইন্টারনেটে খালেদা জিয়া তার ছেলের সঙ্গে স্কাইপিতে কথা বলেন। শেখ হাসিনা যা করেছেন তা পৃথিবীতে অতুলনীয়। সারাদেশে এখন শিক্ষাবর্ষের প্রথম দিনে নতুন বই দেওয়া হয়। দেশের গ্রামগঞ্জে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। এসব কমিউনিটি ক্লিনিকে ২২ রকমের ওষুধ পাওয়া যাচ্ছে। এই উন্ননের ধারাকে অব্যাহত রাখতে তিনি শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরার আলোচিত শিশু ধর্ষণ-হত্যা মামলার রায় ১৭ মে
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
লিবিয়ার ত্রিপোলিতে মিলিশিয়া প্রধান খুন, সংঘর্ষে নিহত ৬
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগে কাজ করবে ওয়াসা, রাজউক ও ডিএনসিসি
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি