X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

স্ত্রীর দাবিতে যুবলীগ নেতার বাড়িতে নারীর অনশন, না মানলে আত্মহত্যার হুমকি

জামালপুর প্রতিনিধি 
১২ জুন ২০২৩, ২২:৩৭আপডেট : ১২ জুন ২০২৩, ২২:৩৭

জামালপুরের মেলান্দহে স্ত্রীর দাবিতে যুবলীগ নেতার বাড়িতে অনশনে বসেছেন এক নারী। সোমবার (১২ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার হাজড়াবাড়ি পৌরসভার কড়ইচড়া এলাকার ওই বাড়িতে অনশনে বসেন তিনি। যুবলীগের ওই নেতার নাম মুজিবুল হাসান শামীম হাজারী (৩৭)। তিনি হাজড়াবাড়ি পৌর যুবলীগের সহ-সভাপতি।

অনশনে বসা নারীর দাবি, প্রায় একবছর আগে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মিথ্যা আশ্বাসে আমাকে ঢাকা নিয়ে মসজিদের ইমামের মাধ্যমে বিয়ে করে। বিয়ের পর জামালপুর পৌরসভার নতুন হাইস্কুল মোড়ে একটি ভাড়া বাসায় দীর্ঘদিন ধরে থাকি। মাঝেমধ্যে শামীম এসে আমার ভাড়া বাসায় থাকতো। আমার এর আগেও বিয়ে হয়েছিল। তার কথায় আমি ওই স্বামীকে তালাক দিয়ে চলে এসেছি। একপর্যায়ে কাবিন করার জন্য তাকে চাপ দিলে গত একমাস ধরে যোগাযোগ বন্ধ করে দেয়। তাকে না পেয়ে বাড়িতে যাই। গিয়ে দেখি ঘরে তালা। আমার আসার খবর পেয়ে সবাই পালিয়েছে।

আরও দাবি করেন, আমি আজ দুপুরে স্ত্রীর মর্যাদা পেতে তাদের বাসায় এলে তার চাচাতো বোন আমাকে তিনতলা থেকে টেনেহিঁচড়ে বের করে দেয়। একপর্যায়ে মারধরও করে। শামীম হাজারী যদি এখন আমাকে স্ত্রীর মর্যাদা না দেয় তাহলে আত্মহত্যা হত্যা ছাড়া কোনও পথ থাকবে না।

এ প্রসঙ্গে শামীম হাজারীর দাবি, এই মেয়ের আগে দুই বিয়ে হয়েছিল। তার চাচাতো ভাই আমার দোকান ঘর ভাড়া চেয়েছিল, আমি দেইনি। এ জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করতেই এসব রটনা হচ্ছে। 

হাজরাবাড়ী পৌর যুবলীগের সভাপতি রোহান শাহ রেজা বলেন, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জেনেছি। শামীম যেহেতু পৌর যুবলীগের সহ-সভাপতি পদে আছেন, যদি অনৈতিক কাজে জড়িত থাকেন এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহীন বাঘা বলেন, যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো অপরাধ করে থাকে তা যদি প্রমাণিত হয় দল অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে।

মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন নিয়ে যুবলীগ নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
মাহির সঙ্গে প্রেম গুঞ্জন নিয়ে জয়: আমরা খুব ভালো বন্ধু
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে