নেত্রকোনার কংস নদীতে ফেরি পারাপারের সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৬ জুন) ভোর ৫টায় মাহবুব নামে এক শিশুর লাশ ডেও টকুন ঘাট থেকে উদ্ধার করা হয়।
সকাল ১০টায় কিশোরগঞ্জ থেকে আসা একটি ডুবুরি দল কংস নদীর দুর্ঘটনস্থলে এসে উদ্ধার অভিযানে নামে। এখন পর্যন্ত দুই জন নিখোঁজ রয়েছেন।
দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিব উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার বিকালে জামধলা বাজারের কংস নদীতে ফেরি পারাপারের সময় যাত্রীবোঝাই নৌকাটি প্রবল স্রোতে ডুবে যায়। এসময় অন্যান্য যাত্রী তীরে উঠে পারলেও তিন জন নিখোঁজ হয়।