X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

এক সপ্তাহের ব্যবধানে শেরপুরে আরেক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি
০৮ অক্টোবর ২০২৩, ১৯:২৮আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ১৯:৩০

এক সপ্তাহের ব্যবধানে শেরপুরের ঝিনাইগাতীতে শাহ আলম (৪০) নামে আরেক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের কুচনীপাড়া গ্রামের এক ধানক্ষেতের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহ আলম শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ধাতুয়া আড়াইলেরকান্দা গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি তিন সন্তানের জনক।

সংবাদ পেয়ে জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, অটোরিকশাচালক শাহ আলম আগে ঢাকায় কাজ করতেন। তার আয় দিয়ে সংসার চলতো না, এ কারণে গ্রামে ফিরে আসেন। গ্রামে এসে প্রায় দুই লাখ টাকা দিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে সংসার চালাতে থাকেন। শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় অটোরিকশাটি নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি তিনি। সারা রাত তার পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। রবিবার সকালে স্থানীয় লোকজন কুচনীপাড়া গ্রামের ধানক্ষেতের পাশে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় নিহতের গলায় রশি বাঁধা অবস্থায় পাওয়া যায়।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভূঁইয়া বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এই হত্যার পেছনে কে বা কারা জড়িত আছে তা তদন্ত ও জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা চলছে।’

গত সোমবার (২ অক্টোবর) সকালে ঝিনাইগাতী উপজেলার বড় রাংটিয়া এলাকার সীমান্ত সড়ক সংলগ্ন একটি খাল থেকে নিখোঁজ ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. আরব আলীর (২১) মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ৭ জনকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
‘সম্পত্তির লোভে’ মনজিলকে হত্যা: ৭ বছরেও শেষ হয়নি বিচার
হবিগঞ্জের সড়কে ঝরলো একই পরিবারের চার সদস্যসহ ৫ জনের প্রাণ
সর্বশেষ খবর
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
আ.লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শনিবার
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
জিম্বাবুয়ে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বাংলাদেশ
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী
শিগগিরই শুরু হচ্ছে উন্মুক্ত কারাগার তৈরির কাজ: স্বরাষ্ট্রমন্ত্রী