X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রংপুর ও দিনাজপুরে সক্রিয় জেএমবির কিলিং মিশন

লিয়াকত আলী বাদল, রংপুর
১৬ মে ২০১৬, ১৮:১৯আপডেট : ১৬ মে ২০১৬, ২১:১৭

জেএমবি রংপুরে জাপানি নাগরিক ওসি কুনিওকে হত্যার মধ্য দিয়েই ওই অঞ্চলে কিলিং মিশন শুরু করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি। এরপর দিনাজপুরের কান্তজির মন্দিরে হামলা, পঞ্চগড়ে পুরোহিত হত্যা ও দিনাজপুরে পেট্রোল পাম্পে ডাকাতিসহ ১২টি অপারেশন পরিচালনা করে তারা। এসময় বেশ কয়েকজনকে হত্যা করা হয়। রংপুর ও দিনাজপুর অঞ্চলে এখনও তাদের দুটি গ্রুপ সক্রিয় আছে। রংপুর রেঞ্জের পুলিশের ডিআইজি গোলাম ফারুক এসব তথ্য জানিয়েছেন।
সোমবার বাংলা ট্রিবিউনকে তিনি এক সাক্ষাৎকারে এসব কথা জানান।
ডিআইজি বলেন, ‘রংপুর ও দিনাজপুর অঞ্চলে বর্তমানে জেএমবির দুটি গ্রুপ বিভক্ত হয়ে অপারেশন পরিচালনা করছে। তারা সাত-আটজনের ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অপারেশনে চালায়। কিলিং গ্রুপের একটি অংশের বেশ কয়েকজন জঙ্গি এখানে সংঘটিত প্রায় সবগুলো অপারেশনে অংশগ্রহণ করেছেন। গ্রেফতারকৃত জঙ্গিদের জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য পাওয়া গেছে।’
ডিআইজি জানান, ১২টি ঘটনায় এ পর্যন্ত ৩৯ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। এসব ঘটনার মধ্যে উল্ল্যেখযোগ্য রংপুরে জাপানি নাগরিক হত্যা, কাউনিয়ায় মাজারের খাদেম হত্যা, আওয়ামী লীগ নেতা রহমত আলী হত্যা ও খ্রিস্টানদের বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল ইসলামকে হত্যা চেষ্টা, দিনাজপুরে কান্তজির মন্দিরে বোমা হামলা, কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাকে হত্যা। এদের বেশির ভাগ জঙ্গি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

ওসি কুনিও ডিআইজি জানান, সবগুলো মামলাতেই বেশিরভাগ জঙ্গি গ্রেফতার হয়েছে। অস্ত্র উদ্ধার হয়েছে। মামলাগুলোর তদন্ত শেষ পর্যায়ে। যে কোনও সময় মামলার চার্জশিট দেওয়া যাবে। কিন্তু এখনও কয়েকজন জঙ্গিকে গ্রেফতার করার চেষ্টা চলছে। তাই চার্জশিট দিতে সময় লাগছে। তবে দ্রুতই সব মামলার চার্জশিট দেওয়া হবে।
তিনি জানান, জঙ্গিদের অর্থের উৎস এবং এদের মদদ দাতাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
তিনি দাবি করেন, বেশিরভাগ জঙ্গিদের গ্রেফতার করায় রংপুর বিভাগে জেএমবির তৎপরতা সীমিত হয়ে পড়েছে। ফলে আপাতত রংপুর বিভাগে তেমন ঝুঁকি নেই।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় শিক্ষামন্ত্রী- ‘আমি লজ্জিত ও বিব্রত’

/এনএস/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
‘মোবাইলে দেখেন, ভারতের মানুষের দিনে ইনকাম কত আর আমাদের কত’
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
রাষ্ট্রপতি পেলেন ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা স্মার্ট এনআইডি
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
৫৫ লাখ টাকায় এসেছিল আর্জেন্টিনা, এবার আনা হলো না যে কারণে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র