X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের পাঁচ নারী যাত্রী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
১৩ জুন ২০১৬, ০৯:২১আপডেট : ১৩ জুন ২০১৬, ১৫:১১

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের পাঁচ নারী যাত্রী নিহত

কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নসিমনের পাঁচ নারী যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার সকাল ৭টার দিকে সদর উপজেলার বটতৈল এলাকার কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত পিতাহার মির্জার স্ত্রী রাবেয়া খাতুন (৬৫), মৃত আক্কাস মণ্ডলের স্ত্রী কমেলা খাতুন (৬৩), মৃত তফায় শেখের স্ত্রী ফজিরন খাতুন (৪৫) ও একই উপজেলার মধুপুর গ্রামের লিয়াকতের স্ত্রী সুখী খাতুন (৩৫) ও কুমারখালী উপজেলার বিড়িকয়া গ্রামের আমেনা বেগম (৬০)।

আহতদের মধ্যে বুড়ি (৫৫), আলেয়া (৪৫), জোসনা (৫০) ও সুরজানকে (৫০) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৭টার দিকে নসিমনে করে কয়েকজন শ্রমিক শহরের চেচুয়া এলাকার বেসরকারি একটি কারখানায় কাজে যাচ্ছিলেন। ভাদালিয়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক নসিমনটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দু‌ই নারী শ্রমিক নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন বলেন, সকালে বিকট শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। দ্রুত বাইরে বের হয়ে দেখেন সড়কের ওপর আহত নারী-পুরুষ পড়ে আছেন। এর মধ্যে তিনি দুজন নারীকে মৃত অবস্থায় দেখতে পান। অন্যরা কাতরাচ্ছিলেন।

হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সকালে আহত ৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৭টার দিকে সুখী খাতুন নামে এক নারী মারা যান। সাড়ে আটটার দিকে আহত আরও দুই নারীর মৃত্যু হয়। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, হতাহতরা সবাই নসিমনের যাত্রী। পুলিশ আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আজিজুর রহমান বলেন, ট্রাক ও নসিমন আটক করা হয়েছে। চালকদের পাওয়া যায়নি। কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী বলেন, ওই নারীরা সকালে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকার মধুপুর, বিত্তিপাড়া ও লক্ষ্মীপুর থেকে বিএটি কারখানায় কাজ করতে যান। ভাদালিয়া এলাকায় পৌঁছানোর পর শ্রমিকদের নামানোর জন্য নসিমনটি সড়কের পাশে দাঁড় করানো হয়। এসময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটিকে ধাক্কা দেয়। এতে নসিমনটি উল্টে গেলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা আহত অবস্থায় ৭ জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজন নারী শ্রমিকের মৃত্যু হয়। 

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ