X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

‘বেড়াতে এসেছিলাম, ভাইয়ের লাশ নিয়ে ফিরছি’

রায়হানুল ইসলাম আকন্দ, গাজীপুর
০৪ জুলাই ২০১৭, ১৯:২৮আপডেট : ০৫ জুলাই ২০১৭, ১০:৩৪

স্বজনদের সঙ্গে বয়লার বিস্ফোরণে প্রাণ হারানো এরশাদ উল্লাহ (বাঁয়ে) ও গিয়াস উদ্দিন ‘কোনাবাড়ী আমবাগ এলাকায় বউ-বাচ্চা নিয়ে থাকত ভাই। ঈদে ছুটি পায়নি বলে বাড়ি যেতে পারেনি। ভাই, ভাবি আর ভাতিজিকে দেখার জন্য আমিই রবিবার বেড়াতে এসেছিলাম ভাইয়ের বাসায়। একদিন পর আজ ভাইয়ের লাশ নিয়ে বাড়িতে যাচ্ছি। একইসঙ্গে আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটির দুনিয়া ছেড়ে চলে যাওয়ার খবরও নিয়ে যাচ্ছি গ্রামবাসীর জন্য।’
কান্নাজড়িত কণ্ঠে বাংলা ট্রিবিউনকে কথাগুলো বলছিলেন গাজীপুরের কোনাবাড়ী (নয়াপড়া) এলাকায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত গিয়া উদ্দিনের ছোট ভাই রিয়াদ। তিনি বলেন, ‘পাঁচ ভাই, দুই বোনের মধ্যে ভাই (গিয়াস উদ্দিন) ছিল সবার বড়। আমি দুই মাস হলো ঢাকার একটি টেইলারিং কারখানায় কাজ শিখছি। বাকি ভাই-বোনদের সবাই পড়ালেখা করে। ভাইয়ের উপার্জনেই ভাই আর আমাদের সংসার চলত। আমি জানি না এখন আমরা কিভাবে চলব। ভাইয়ের মেয়ের বয়স মাত্র দেড় বছর। বাবাকে চেনার সুযোগই পেলো না মেয়েটা।’
বাবাকে হারিয়েছে দেড় বছর বয়সী নাবিলা সোমবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাল্টিফ্যাবস লিমিটেডে ওই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ওই কারখানার ১১ জন শ্রমিক-কর্মচারী। তাদের স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠেছে কোনাবাড়ীর বাতাস। গোটা কোনাবাড়ীই যেন নিমজ্জিত হয়েছে শোকস্তব্ধতায়।
এই দুর্ঘটনায় নিহত হয়েছেন মাহবুব হোসেন। তার বড় ভাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কনস্টেবল হামিদুল ইসলাম। তিনি বলেন, ‘ছোট ভাই মাহবুবের বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা করছিলেন বাবা-মা। তারা ভাবছিলেন, তাদের দ্বিতীয় ছেলেটির বিয়ে দিয়ে সংসারী করবেন। মাহবুবও স্বাবলম্বী হতে বয়লার অপারেটরের চাকরি নেয়। আর সেই বয়লার বিস্ফোরণের কারণেই আজ মাহবুব আর আমাদের মধ্যে নেই। রাত ২টার সময় (সোমবার দিবাগত রাত) বাবা-মাকে ফোনে জানিয়েছি ওর মৃত্যুর খবর। এরপর থেকে তারা কোনও কথা বলতে পারছেন না। বড় ভাই হয়ে আমিই বা কিভাবে মেনে নিতে পারি আদরের ছোট ভাইয়ের এই অকালমৃত্যুর খবর?’
চার মাস আগে সাথীকে বিয়ে করেছিলেন এরশাদুল্লাহ হামিদুল আরও বলেন, ‘ওই এলাকায় অন্য একটি কোম্পানিতে চাকরি করে আমার চাচাত ভাই শামীম হোসেন। তার মাধ্যমে বয়লার বিস্ফোরণে ভাইয়ের মৃত্যুর খবর শুনি। পরে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ছুটে এসে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করি। এটা যে কী কষ্টের, তা কেবল ভুক্তভোগীরাই বুঝবেন।’
ফেনী সদর উপজেলার মাছিমপুর গ্রামের মাহমুদুল হকের ছেলে এরশাদ উল্লাহ (৩৫) গত চার মাস আগে বিয়ে করেন একই জেলার সোনাগাজী উপজেলার মিয়ারবাজার গ্রামের সাথী আক্তারকে। মা-বাবা, ভাই-ভাবি ও স্ত্রীসহ কোনাবাড়ী এলাকায় ভাড়া থেকে চাকরি করতেন মাল্টিফ্যাবসে। সেই চাকরিই কেড়ে নিয়েছে তার জীবন। বিয়ের মাত্র চার মাসের মাথায় স্বামীকে হারিয়ে তাই স্ত্রী সাথী আক্তার পাগলপ্রায়। বার বার মূর্চ্ছা যাচ্ছেন তিনি। স্বামী হারানোর বিলাপই এখন তার নিত্যসঙ্গী।
বয়লার বিস্ফোরণের পর বয়লার রুমের অবস্থা কারখানার ফায়ার অ্যাসিস্টেন্ট মোর্শেদ আহমেদ বলেন, ‘মঙ্গলবার কারখানার অডিট ছিল। তাই আমরা কয়েকজন বয়লারের পাশেই অগ্নিনির্বাপক যন্ত্রপাতি ধোয়া-মোছা করছিলাম। হঠাৎ বিকট শব্দের পর জ্ঞান হারিয়ে ফেলি। মিনিট পাঁচেক পর জ্ঞান ফিরলে দেখি মাথা কপাল বেয়ে রক্ত পড়ছে। ওঠার চেষ্টা করলে দেখি, কংক্রিটসহ লোহার খুঁটি ভেঙে পড়েছে পায়ের ওপর। পরে কোনোমতে বউকে একটা ফোন করে খবর জানাই।’
মোর্শেদের স্ত্রী স্ত্রী কল্পনা আক্তার জানান, কারখানার কাছেই তাদের বাসা। দৌঁড়ে এসে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেন স্বামীকে। মোর্শেদ এখন কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন-

‘কেউ আর আমার খোঁজ নেবে না’

গাজীপুরে বিস্ফোরিত বয়লারের মেয়াদ ছিল না

কারখানার ধসে পড়া দেয়ালে স্বপ্ন ভেঙে গেল শিমুলির

/এআর/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুতিনের চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন রুশ নেতা
পুতিনের চীন সফর: শি’র মন জয়ের চেষ্টায় ব্যস্ত ছিলেন রুশ নেতা
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
খেটে খাওয়া মানুষের ভাগ্যোন্নয়নের বাজেট দাবি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
ন্যায়বিচার পাওয়া প্রত্যেকের মৌলিক অধিকার: প্রধান বিচারপতি
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
খারকিভে হামলা আরও তীব্র করবে রাশিয়া, আশঙ্কা ইউক্রেনের
সর্বাধিক পঠিত
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
অতিরিক্ত ডিআইজি মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসির
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
যাত্রীর জামাকাপড় পুড়িয়ে পাওয়া গেলো সাড়ে চার কোটি টাকার স্বর্ণ
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
দাম কমেছে সবজি-মাংসের, তবু পরিস্থিতি অস্বাভাবিক
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউটের স্থান পরিদর্শন প্রধান বিচারপতির
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান
কোথায় কীভাবে কেএনএফ সদস্যদের প্রশিক্ষণ দেয়, জানালেন নারী শাখার প্রধান