X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ১০

বান্দরবান প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০১৭, ১০:০৩আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৮

 

নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ১০ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তের বড় ছনখোলা এলাকায় রোহিঙ্গা শরণার্থীদের জন্য রেড ক্রিসেন্টের ত্রাণ নিয়ে যাওয়ার সময় ত্রাণবাহী ট্রাক উল্টে খাদে পড়ে ১০ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১১ জন। যাদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে নাইক্ষ্যংছড়ি সদর থেকে রেডর বিজিবি ক্যাম্প এলাকায় ট্রাকটি উল্টে যায়। এতে ৯ জন ঘটনাস্থলেই নিহত হন। পরে নাইক্ষ্যংছড়ি সদর স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের আরও একজন মারা যান।

নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ১০ জানা গেছে, নিহতরা সবাই নাইক্ষ্যংছড়ির বাসিন্দা। তারা হলেন-  দক্ষিণ সালামী পাড়ার আবদুল্লা (১৮), বাগান ঘোনা পাড়ার মো. জলিল আহম্মদ (৫০) ও আবদুল্লাহ (১৪), উত্তর সালামী পাড়ার সুরুত আলম (৩৫), দক্ষিণ সালামী পাড়ার বাসিন্দা সৈয়দুল আমিন (৩২), ঘিলাতলী পাড়ার মামুনুল হাকিম (১৫), ঠান্ডা ঝিরির সুলতান আহমদ (৪৫) ও সুদর্শন বড়ড়ুয়া (৫৫), আবদুল মাবুদ (৫০) এবং সালামী পাড়ার আজিজুর রহমান।

নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ১০ স্থানীয়রা জানান, সীমান্ত এলাকায় যাওয়ার রাস্তাটি সরু এবং কাঁচা। গত কয়েকদিনের বৃষ্টিতে এ সড়কটির মাটি নরম হয়ে পড়েছে। ত্রাণ নিয়ে চাকঢালা সীমান্তে বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছানোর পর সড়কের পাশে মাটি ভেঙ্গে পড়লে ট্রাকটি খাদে পড়ে উল্টে যায়। পরে জনপ্রতিনিধি, আইন-শৃঙ্খলা বাহিনী, কক্সবাজারের ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মী ও স্থানীয়রা ট্রাকের নিচে চাপা পড়া লোকজনদের উদ্ধার করেন।

এ ব্যাপারে বান্দরবান রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর বলেন, ‘আমরা ৫০০ পরিবারের জন্য ত্রাণ নিয়ে চাকঢালা সীমান্তের বড় ছনখোলা এলাকায় যাচ্ছিলাম। দুর্ঘটনায় যারা মারা গেছেন তারা সবাই শ্রমিক। তাদের সবার বাড়ি নাইক্ষ্যংছড়িতে। তবে অন্য গাড়িতে থাকায় আমাদের কোনও ক্ষতি হয়নি।’

নাইক্ষ্যংছড়িতে রেড ক্রিসেন্টের ত্রাণবাহী ট্রাক উল্টে নিহত ১০ নাইক্ষ্যংছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সহায়তায় সব শ্রমিককে উদ্ধার করতে পেরেছি। এদের মধ্যে ঘটনাস্থলেই ৯ জন ও স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা গেছেন। আর যারা আহত হয়েছেন সবাইকেই নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  এছাড়া আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

এ বিষয়ে নাইক্ষ্যছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন,  ‘এ পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ঊধর্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

আরও পড়ুন:
এখনই স্কুলে যাওয়ার যোগ্য বাংলাদেশে আশ্রয় নেওয়া এক লাখ রোহিঙ্গা শিশু
নাইক্ষ্যংছড়িতে ত্রাণবাহী ট্রাক উল্টে ৬ জন নিহত

অপুষ্টির শিকার হচ্ছেন গর্ভবতী রোহিঙ্গা নারীরা
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালাচ্ছে মিয়ানমার: ম্যাক্রোঁ

 

/এমও/এসএনএইচ/
সম্পর্কিত
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা যুবককে কুপিয়ে হত্যা
কক্সবাজার জেলার রোহিঙ্গা ভোটারদের তালিকা চেয়েছেন হাইকোর্ট
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে টর্নেডোর আঘাতে নিহত ৫
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
মাহিন্দ্র উল্টে চালকসহ ২ জন নিহত
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
শিক্ষাবিদ প্রণব কুমার বড়ুয়ার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নিউজিল্যান্ডের
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ