X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

খুমেক হাসপাতালে মানসিক ওয়ার্ড চালুর উদ্যোগ

খুলনা প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১১:৫২আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১২:১৮

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার সময়ই খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে মানসিক রোগীদের জন্য ১০ শয্যার একটি ওয়ার্ড রাখা হয়। কিন্তু জনবল সংকটের কারণে ওই ওয়ার্ড আর চালু করা সম্ভব হয়নি। কিন্তু দিন দিন হাসপাতালে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে নারীর সংখ্যাই বেশি। এ পরিস্থিতিতে খুমেক হাসপাতালে শিগগিরই মানসিক ওয়ার্ডটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আজ ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে এমন আশাবাদ বাংলা ট্রিবিউনকে জানালেন খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম মঞ্জুর মোর্শেদ।
ডা. মঞ্জুর মোর্শেদ বলেন, ‘এই হাসপাতালে এখনও মানসিক রোগীদের জন্য ওয়ার্ড চালু করা সম্ভব হয়নি। তবে আমরা ১০ শয্যার এই ওয়ার্ডটি চালুর উদ্যোগ নিচ্ছি।’ ওয়ার্ডটি শিগগিরই চালু করা হবে বলে আশাবাদ জানান তিনি।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দেশের ৫ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের ১৮ শতাংশ এবং ১৮ বছর ও তার চেয়ে বেশি বয়সের জনগোষ্ঠীর ১৬ শতাংশ মানসিক রোগে ভুগছে।
মানসিক রোগ বিশেষজ্ঞ ও খুমেকের সাবেক উপাধ্যক্ষ ডা. ধীরাজ মোহন বিশ্বাস জানালেন, খুলনার প্রেক্ষাপটে এই সংখ্যা আরও বেশি। তবে মানসিক রোগীর চিকিৎসার জন্য খুলনাতে রয়েছেন মাত্র চার জন চিকিৎসক।
খুমেক হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস এম ফরিদুজ্জামানও বললেন একই কথা। তিনি বলেন, ‘সামাজিক-অর্থনৈতিক অস্থিরতা, সাংস্কৃতিক-পেশাগত ও পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের মতো বিভিন্ন কারণে মানসিক সমস্যা বাড়ছে। ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যেই মানসিক রোগ দেখা দিতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে এমন রোগীর সংখ্যা বাড়ছে।’
ডা. ফরিদুজ্জামান বলেন, ‘প্রতিদিন ৬০ থেকে ৭০ জন মানসিক রোগী চিকিৎসা পাচ্ছেন এই হাসপাতালে। তবে জনবল সংকটে আমরা মানসিক ওয়ার্ড চালু করতে পারিনি। তবে এই ওয়ার্ড চালু হওয়া জরুরি।’
এদিকে, আজ মঙ্গলবার (১০ অক্টোবর) বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বিশেষ সেবা দেওয়া হবে খুমেক হাসপাতালে। খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বলেন, ‘আজ (মঙ্গলবার) যারা মানসিক রোগের চিকিৎসা নিতে আসবেন, তাদের আলাদাভাবে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এছাড়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও একই উদ্যোগ নেওয়া হয়েছে।’
মানসিক স্বাস্থ্যের গুরুত্ব তুলে ধরে খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. অব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মানসিক স্বাস্থ্য যতটা গুরুত্বপূর্ণ, আমাদের দেশে এটা ঠিক ততটাই অবহেলিত। উন্নত বিশ্বে মানসিক স্বাস্থ্যকে শারীরিক স্বাস্থ্যের সমান গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমাদের দেশে মানসিক রোগীকে খুবই ছোট করে দেখা হয়। পরিবারও তাকে আড়াল করে রাখে। সকলের উচিত এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সচেতনতা তৈরি করা।’

আরও পড়ুন-
প্রতিবেশীদের মমতায় বেঁচে আছে ওরা দুই ভাই
নিষেধাজ্ঞা অমান্য করেই যমুনায় ইলিশ ধরা চলছে
শাহ পরীর দ্বীপে আরও ১১ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ