X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

জাল ভোট ও বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে বিসিসি নির্বাচন চলছে

এস এম রেজাউল করিম, বরিশাল থেকে
৩০ জুলাই ২০১৮, ১২:৩৫আপডেট : ৩০ জুলাই ২০১৮, ১২:৫৩

বরিশালে ভোটার উপস্থিত কম জাল ভোট, বিক্ষিপ্ত ঘটনার মধ্য দিয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ চলছে।  মেয়র পদপ্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা ভোট দিয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সকাল ৮টার আগেই বরিশাল কলেজ সেন্টারে ভোটকেন্দ্রে উপস্থিত হন  আওয়ামী লীগের প্রার্থী সাদিক আবদুল্লাহ। ৮টা ৫ মিনিটে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। বিএনপির অভিযোগ ভিত্তিহীন। জাতীয় পার্টি এরই মধ্যে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে।শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নের কারণে ভোটাররা নৌকায় ভোট দেবেন। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

বিএনপির প্রার্থী মজিবর রহমান সরওয়ার অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। কেন্দ্র পাহারা দিচ্ছেন ছাত্রলীগ-যুবলীগের সদস্যরা।

ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর কেন্দ্রের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ৮টা ৪০ মিনিটে নগরীর কাউনিয়া সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ভোট দিতে আসেন সরওয়ার। ভোটার নম্বর সঙ্গে করে নিয়ে না আসায় খুঁজে পেতে ১৫ মিনিট সময় বেশি লাগে। এসময় সাদিকের সমর্থকরা সরওয়ার একাধিক ভোট দিচ্ছেন বলে চিৎকার করে কেন্দ্রের ভেতর প্রবেশের চেষ্টা চালায়। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের বাধা দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করে। আবার অনেক ভোটার নিজের ভোট দিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে বিজিবি এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপরেও কয়েক দফায় আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এক পর্যায় একই বিদ্যালয়ে দু’টি কেন্দ্রের  ভোটগ্রহণ বন্ধ করে দেয় প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় রত্ন।

ভোট দেওয়ার পর কথা বলেন সাদিক আবদুল্লাহ ভোট দেওয়ার পর সরওয়ার বলেন, ‘আমার ভোটার নম্বরটা খুঁজে পেতে দেরি হয়েছে। সমর্থকদের কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

প্রিজাইডিং কর্মকর্তা সঞ্জয় রত্ন বাংলা ট্রিবিউনকে বলেন, ভোটকেন্দ্রে ঝামেলা হওয়ায় ৮টা ৪৫ মিনিট থেকে ৯টা ১৫ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ বন্ধ ছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ১০টা ৫০ মিনিট পর্যন্ত তার কেন্দ্রে ৭৫০টির মতো ভোট গ্রহণ হয়েছে বলে তিনি জানান।

সৈয়দা মজিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ২নং কেন্দ্রের নারী কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খান শাহিনুল হক বলেন,  একটু ঝামেলা হলেও ভোটগ্রহণ বন্ধ ছিল না। তার ওই কেন্দ্রে ৮০০’র বেশি ভোট দেওয়া হয়েছে বলে তিনি জানান। এই দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ৪০ জন।

হামলার শিকার মনীষা বাসদের মেয়র প্রার্থী মনীষার একান্ত সহকারী টুম্পা জানান, ১৭ নম্বর ওয়ার্ডেও  ভোটকেন্দ্রে আসেন মনীষা। এসময় তিনি ব্যালট পেপারে নৌকার সিল মারা অবস্থায় দেখতে পেয়ে কারণ জানতে চাইলে এ নিয়ে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে মনীষার ওপর হামলা করে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা। এ ঘটনায় প্রায় আধা ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ ছিল।

এ বিষয়ে জানতে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রভাষ কুমার মণ্ডন্ডকে একাধিকবার ফোন দেওয়া হয়। সাংবাদিক পরিচয় দিলে তিনি ফোন রিসিভ করে কেটে দেন। 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে ১৮ নম্বর ওয়ার্ডে অক্সফোর্ড মিশন কেন্দ্রে নিজ কেন্দ্রে ভোট প্রদান করেন মনীষা চক্রবর্তী।

২৫ নম্বর ওয়ার্ডে এ ওয়াহেদ বালিক মাধ্যমিক বিদ্যালয় ও রুপাতলী জাগুয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের শুরুতেই নৌকার পক্ষে ব্যাপক জাল ভোট পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সরওয়ার। এই দুই কেন্দ্র ১৪টি বুথ রয়েছে।

অমৃত লাল দে মহাবিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া নিয়ে সকাল সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি মেয়র প্রাথীর সমর্থকদের মাঝে উত্তেজন ছড়িয়ে পড়ে। পরে পুলিশ দু’পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে সাতজন মেয়র প্রার্থীর মধ্যে মাঠে রয়েছেন ছয়জন প্রার্থী। স্বতন্ত্র প্রার্থী বশিরুল হক ঝুনু নির্বাচন থেকে সরে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দিয়েছেন। আর ভোট বর্জন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি ওবাইদুর রহমান (মাহবুব)।

বরিশাল সিটিতে সাধারণ ৩০টি ওয়ার্ডের মধ্যে তিনটিতে ও একটি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ২৭টি সাধারণ ওয়ার্ডে ৯১ জন ও নয়টি সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।মোট ভোটার সংখ্যা দুই লাখ ৪২ হাজার ১৬৬ জন ভোটার।

আরও পড়ুন:

 বরিশালে ভোট বর্জনের ঘোষণা বিএনপি প্রার্থীর

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক