X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

২২ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চালু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ১১:৪৯আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ১২:৩০

শিমুলিয়া ঘাট (ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি) প্রায় ২২ ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। ভোরে কিছু ফেরি চললেও সেই ফেরিগুলোতে কোনও যানবাহন পারাপার করা হয়নি, শুধু যাত্রী পার করা হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে ফেরিতে যানবাহন পারাপার শুরু হয় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী।

তবে এখনও পদ্মা নদীতে তীব্র ঢেউ ও বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল নিরাপদ নয় বলে জানান সংশ্লিষ্টরা। নৌযান চলাচল ব্যাহত হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে শিমুলিয়া ঘাটে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় শিমুলিয়া ঘাটে সহস্রাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। নৌরুটে বর্তমানে ছয়টি ফেরি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শিমুলিয়া ঘাট (ছবি: ফোকাস বাংলা)

বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ‘সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। যান পারাপার চলছে। গতকালের চেয়ে আজ আবহাওয়া একটু ভালো। তবে ভোরবেলা থেকে সীমিত আকারে ছয়টি ফেরি চলেছিল শুধু যাত্রীদের নিয়ে। সাড়ে ৯টা থেকে যানবাহন নিয়ে ফেরি চলছে।’

তিনি আরও বলেন, ‘গতকাল ফেরি বন্ধ থাকার কারণে ঘাটে যানবাহনের সংখ্যা সহস্রাধিক। যানবাহনের সংখ্যা আরও বাড়ছে।’

মাওয়া ট্রাফিক পুলিশ ইনচার্জ (টিআই) হেলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় থাকা গাড়ির যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফেরি চলাচল স্বাভাবিক না হলে গাড়ির দীর্ঘ লাইন কমবে না। শিমুলিয়া ঘাটে এক হাজারের বেশি গাড়ি নদী পারের অপেক্ষায় আছে।

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
মেঘলা আকাশ থেকে ঝরতে পারে বৃষ্টি, বাড়বে গরম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়