বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত রোগীসহ দুই জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) ভোরে মারা যান তারা। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন এ তথ্য জানান।
বাকির হোসেন জানান, শনিবার ভোর সাড়ে ৫টায় আইসিসিইউতে মারা যান করোনায় আক্রান্ত সফিকুল ইসলাম (৫০)। তিনি পিরোজপুরের সেনাখালী এলাকার নূর মোহাম্মদের ছেলে। তাকে ২৮ জুন করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।
একই সময় মারা যান সুনিল কুমার (৫০)। তিনি ঝালকাঠির নলছিটির অরুন কুমারের ছেলে। তাকে ৫ জুন দুপুর ১২টায় করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। করোনা পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে।