X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সুলতানা সরোবর’ নামকরণ করে রেজুলেশনে সই করেছিলেন ডিসি সুলতানা পারভীন

মোয়াজ্জেম হোসেন, কুড়িগ্রাম থেকে
২১ আগস্ট ২০২০, ১৮:০০আপডেট : ২২ আগস্ট ২০২০, ১২:৫৫

রেজুলেশন পেপার কাবিখার টাকায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের ঐতিহ্যবাহী ‘নিউটাউন পার্ক’ নামের পুকুর সংস্কারের পর ওই পুকুরের নাম পরিবর্তন করে নিজের নামে ‘সুলতানা সরোবর’ করতে চেয়েছিলেন কুড়িগ্রাম জেলার তৎকালীন জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন। এ জন্য জেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করিয়েছিলেন তিনি। সভার সভাপতি হিসেবে সেই রেজুলেশনে স্বাক্ষরও করেছিলেন তিনি। ২০১৯ সালের ২৩ এপ্রিল মাসিক জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন তৎকালীন জেলা প্রশাসক সুলতানা পারভীন। আর একই বছরের ১২ মে তিনি জেলা উন্নয়ন সমন্বয় সভার সভাপতি হিসেবে স্বাক্ষর করেন। সেই রেজুলেশনের একটি কপি বাংলা ট্রিবিউনের হাতে এসেছে।

রেজুলেশনে ৪৮ নম্বর প্যারায় দেখা যায়, আলোচনার ‘বিবিধ’ প্রসঙ্গে কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্রাহাম লিংকনকে প্রস্তাবক উদ্ধৃত করে ব্রিটিশ ও পাকিস্তান আমলের কিছু স্থাপনার নামকরণের দৃষ্টান্ত তুলে ধরে জেলার প্রাচীন ঐতিহ্য বহনকৃত ‘নিউটাউন পার্ক’ পুকুরটি সংস্কার করে পার্কের নাম বহাল রেখে পুকুরের নাম ডিসি সুলতানা পারভীনের নামানুসারে ‘সুলতানা সরোবর’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবের সমর্থনকারী হিসেবে সিভিল সার্জন ও অধ্যক্ষ, কুড়িগ্রাম সরকারি কলেজকে উল্লেখ করে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়, যা রেজুলেশনের বিবিধ প্রসঙ্গে স্পষ্ট উল্লেখ রয়েছে। রেজুলেশনের সিদ্ধান্ত কলামে উল্লেখ রয়েছে ‘‘নিউটাউন পার্ক-এর নাম বহাল রেখে পুকুরের নাম ‘সুলতানা সরোবর’ রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

রেজুলেশন পেপার জেলা প্রশাসনের দুর্যোগ পুনর্বাসন ও ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে কুড়িগ্রাম নতুন শহরে এই পুকুর খনন করে এর নাম দেওয়া হয় ‘নিউটাউন পার্ক’। দশম সংসদের কুড়িগ্রাম-২ আসনের সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুর পর তার অনুকূলে টিআর কাবিখা’র বরাদ্দকৃত অর্থ থেকে পুকুরটি সংস্কারের কাজ করা হয়। এতে প্রায় ১০৪ দশমিক ৫৫৫ মেট্রিক টন চাল এবং ২৫টি সোলার স্ট্রিট ল্যাম্প বরাদ্দ দেওয়া হয়। এছাড়া অন্য বরাদ্দ থেকে ৩১টি সোলার স্ট্রিট ল্যাম্পের বরাদ্দ কেটে এই পুকুর পাড়ে মোট ৫৬টি সোলার স্ট্রিট ল্যাম্প স্থাপন করা হয়। এছাড়াও জেলার কিছু ব্যক্তির স্বেচ্ছায় অনুদানের অর্থও এ সংস্কার কাজে ব্যয় করা হয়। কাবিখা প্রকল্প থেকে চাল ও সোলার স্ট্রিট লাইট বরাদ্দের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার মো. মিজানুর রহমান। এছাড়াও জেলার কোনও কোনও অফিস থেকে চাঁদাও নেওয়া হয়। পুকুরটির তলদেশ ভেকু মেশিন দিয়ে খনন করা হয়। এ কথা অস্বীকারের উপায় নেই যে পুকুরটির সংস্কার কাজে সব ধরনের চেষ্টাই করেন ডিসি সুলতানা পারভীন। তবে এর সবই ছিল সরকারি-বেসরকারি অর্থ ব্যয়ে।

গত বছরের ১৪ মে জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন এই পুকুরের সামনে রাতের বেলা দাঁড়িয়ে ছবি তুলে নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস শেয়ার করেন। এই স্ট্যাটাসে পুকুরটির নাম ‘সুলতানা সরোবর’ সে তথ্যটিও উল্লেখ করেন তিনি। এই পোস্ট দেখার পরই জেলাজুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা। নতুন করে পুকুর খনন নয়; বরং সরকারি অনুদানের অর্থ ব্যয় করে পুকুর সংস্কার করে জেলা প্রশাসকের নামে এর নামকরণের সিদ্ধান্তে জেলাজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে।

রেজুলেশন পেপারে সুলতানা পারভীনের স্বাক্ষর কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নানের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম না।’ তার সমর্থনের বিষয়টি উল্লেখ থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি মিটিংয়ে ছিলাম না এটা নিশ্চিত। কিন্তু কেন আমার নাম এসেছে, তা আমি জানি না।’

এদিকে নিজের নামে এই সরোবরের নামকরণ এবং ফেসবুকে এই পুকুরের নতুন নাম দিয়ে স্ট্যাটাস দেওয়ার পর জেলাজুড়ে সমালোচনা শুরু হলে সে তথ্যের ওপর ভিত্তি করে প্রতিবেদন প্রকাশ করায় বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগানের ওপর ভীষণ ক্ষুব্ধ হন ডিসি সুলতানা। এ কারণেই প্রশাসনের কিছু কর্মকর্তাকে পাঠিয়ে গত ১৩ মার্চ মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলামকে বাড়ির দরজা ভেঙে তুলে নিয়ে গিয়ে ভয়াবহ শারীরিক ও মানসিক নির্যাতন করে ক্রসফায়ারে দেওয়ার ভয় দেখানো হয়। এরপর জেলা প্রশাসকের অফিসে নিয়ে গিয়ে কথিত ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অধূমপায়ী আরিফুলের বিরুদ্ধে মাদক রাখার অভিযোগ এনে তাকে সাজা দেওয়া হয়। এ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হলে তাকে ছেড়ে দিতে বাধ্য হন তারা।

এই পুকুরের নামকরণ এবং সাংবাদিক আরিফুল ইসলামকে নির্যাতনের বিষয়ে কুড়িগ্রাম জেলা শাখার ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস বলেন, ‘সরকারি অর্থে সংস্কার করা নিউটাউন পার্ক পুকুরটি তদানীন্তন ডিসি সুলতানা পারভীন নিজের নামে নামকরণ করার জন্য গোপনীয়ভাবে মাসিক সমন্বয় সভায় রেজুলেশন করেছেন। এটি নিয়ে কুড়িগ্রামের মানুষ ক্ষুব্ধ। এরই অংশ হিসেবে গণমাধ্যমে বিষয়টি নিয়ে খবর প্রকাশ হয়। এর জের ধরে ডিসি সুলতানা তার অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে অন্যায়ভাবে মধ্যরাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে তার বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজা দিয়েছেন, যা দেশে নজিরবিহীন একটি ঘটনা। সরকারি অর্থ ব্যয় করে নিজের নামে পুকুরের নামকরণ ও সাংবাদিক আরিফুল ইসলামের সঙ্গে অন্যায় আচরণের জন্য কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে ডিসি সুলতানা পারভীনসহ অন্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যেন ভবিষ্যতে দেশে এমন অনিয়ম ও আইনের অপব্যবহার আর না ঘটে।’

 ‘নিউটাউন পার্ক’ নামের পুকুরের রাতের দৃশ্য রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি ও সংগঠক নাহিদ হাসান বলেন, ‘সরকারি কর্মচারী হয়ে জনগণের জন্য বরাদ্দ অর্থ দিয়ে পুকুর সংস্কার করে নিজের নামে নামকরণ করা একজন জেলা প্রশাসকের মানসিক দৈন্যতার প্রকাশ। তিনি নামকরণের সিদ্ধান্ত নিয়েও বরাবর মিথ্যাচার করেছেন। উপরন্তু এ নিয়ে সংবাদ প্রকাশ করায় সংশ্লিষ্ট সাংবাদিকের প্রাণনাশের মতো পদক্ষেপ নেওয়ার পাশাপাশি তাকে মিথ্যা অভিযোগে জেলে পাঠিয়েছেন। এই গর্হিত অপরাধে তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।’

পুকুরের নাম সুলতানা সরোবর রাখা হয়েছিল এ তথ্য স্বীকার করেছেন কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর ও বিশিষ্ট আইনজীবী আব্রহাম লিংকন। জানতে চাইলে তিনি মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘পার্কের নাম ঠিক রেখে পুকুরের নাম ‘সুলতানা সরোবর’ হতে পারে সভায় এমন প্রস্তাব উঠলে আমি তা সমর্থন করি এবং তখন বিভিন্ন প্রতিষ্ঠানের এমনভাবে নামকরণের নজির তুলে ধরি। যার মধ্যে কুড়িগ্রামের সিজি জামান স্কুল, গওহর পার্ক, তিস্তা কে আর খাদেম স্কুলসহ বেশ কিছু প্রতিষ্ঠান তৎকালীন সময়ে মহকুমা প্রশাসকদের নামে হয়েছিল। এসব দেখে আমরা বলেছিলাম সুলতানা সরোবর পুকুরটির নাম হতে পারে। তবে অবশ্যই পার্কের নাম বদল করে নয়। উপস্থিত ওই সভায় তখন এ বিষয়ে কেউ দ্বিমত পোষণ করেননি। তবে ওই সভার আলোচনাটি পরবর্তীতে রেজুলশনে সিদ্ধান্ত আকারে এসেছে কিনা, তা আমার জানা নেই।’’

কুড়িগ্রাম-২ আসনের (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী উপজেলা) সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ বলেন, ‘‘২০১৯ সালের ২৩ এপ্রিল তারিখের মাসিক উন্নয়ন সমন্বয় সভায় আমি ও মাননীয় সংসদ সদস্য এম এ মতিন উপস্থিত ছিলাম। কিন্তু ওই সভায় সুলতানা সরোবর নামে পুকুরের নামকরণের বিষয়ে কোনও সম্মতি আমি দেইনি। বরং ডিসিকে আমি অনুরোধ করেছিলাম, কুড়িগ্রাম জেলার আলোর বাতিঘর এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কবরটি সংরক্ষণ করার জন্য। কিন্তু তিনি তা না করে তার নিজের নামে পুকুরটির নামকরণ নিয়ে ব্যস্ত ছিলেন। এই পুকুর নিয়ে তিনি আমার সাথে তর্কেও জড়ান।’’

আরিফুল ইসলাম ওই তারিখের রেজুলেশনে লেখা সিদ্ধান্তের কথা পড়ে শোনালে এই সংসদ সদস্য তীব্র অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আপনারা আরও ভালো করে খোঁজ-খবর নেন তিনি (ডিসি সুলতানা পারভীন) কতটা অনিয়ম ও দুর্নীতি করেছেন কুড়িগ্রামে। শুধু এসবের মধ্যেই তিনি ক্ষান্ত থাকেননি। একজন গণমাধ্যমকর্মীকেও কীভাবে হেনস্তা করা হয়েছে, যা দেশে নজিরবিহীন ঘটনা। এসব ঘটনায় তিনিসহ সংশ্লিষ্টদের শাস্তির আওতায় আনতে হবে। কঠোর শাস্তির ব্যবস্থা করা না হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে কীভাবে?’

কুড়িগ্রাম জেলা প্রশাসক মো. রেজাউল করিম বলেন, নিউটাউন পার্কের পুকুরের নামকরণ ‘সুলতানা সরোবর’ করা নিয়ে আগের কী সিদ্ধান্ত আছে, তা আমার জানা নেই। তবে নতুন করে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের চাহিদা অনুযায়ী নিউটাউন পার্কের শোভাবর্ধন করার চেষ্টা করছি। ইতোমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমরা এই পার্কে বিভিন্ন প্রজাতির কিছু গাছের চারা লাগিয়েছি। আরও বিভিন্ন প্রজাতির গাছ লাগানোসহ শোভাবর্ধন করার পরিকল্পনা রয়েছে।’

সুলতানা পারভীনসহ চার কর্মকর্তা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক সুলতানা পারভীনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে প্রথমবার তিনি ফোন ধরেন এবং বলেন, ‘আমি একটু শপিংয়ে আসছি। পরে কথা বলবো।' এরপর একাধিকবার তাকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

উল্লেখ্য, ‌জেলা প্রশাস‌নের ওই পুকু‌রের নামকরণ নিয়ে সংবাদ প্রকাশ ও নানা অনিয়ম নি‌য়ে অনুসন্ধান করায় গত ১৩ মার্চ মধ্যরাতে বাংলা ট্রিবিউন ও ঢাকা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলামের বাড়িতে ঢুকে তাকে ধরে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। পরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত আরিফুলকে এক বছরের কারাদণ্ড দেয়। তার বাড়িতে আধা বোতল মদ এবং গাঁজা পাওয়ার অভিযোগ আনা হয়। এদিকে মধ্যরাতে বাড়ি থেকে একজন সাংবাদিককে ধরে এনে মিথ্যা মামলায় সাজা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার অসারত্ব বুঝতে বাকি থাকে না কারোই। গণমাধ্যমে এ ঘটনা ফলাও করে প্রচার হলে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় পরদিন ঘটনাস্থলে যান অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা। তার প্রতিবেদনের ওপর ভিত্তি করে জেলা প্রশাসক সুলতানা পারভীন, আরডিসি নাজিম উদ্দিন ও সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমা ও এসএম রাহাতুল ইসলামকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।

এদিকে, এঘটনায় সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের করা ক্রিমিনাল মামলার অগ্রগ‌তি জান‌তে বৃহস্প‌তিবার (২০ আগস্ট) মামলাটির কেস ডায়েরি তলব করেছেন আদালত। আগামী ৯ সে‌প্টেম্বর তদন্ত কর্মকর্তা‌কে সি‌ডিসহ আদাল‌তে উপ‌স্থিত হওয়ার নি‌র্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন...


কুড়িগ্রাম ছাড়লেন ডিসি সুলতানা

ডিসি সুলতানা পারভীনের অসত্য বয়ান...

 ফেসবুক স্ট্যাটাসে যা বললেন ডিসি সুলতানা 

আরডিসি নাজিম ও দুই সহকারী কমিশনার প্রত্যাহার

কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার হচ্ছে

‘তুই কলেমা পড়ে ফেল, তোকে এনকাউন্টার দেওয়া হবে’ (ভিডিও)

 প্রতিবেদন দুপুরের মধ্যেই, পুরো ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে

জামিনে মুক্তি পেলেন সাংবাদিক আরিফ

 ভ্রাম্যমাণ আদালতে সাংবাদিক আরিফকে সাজা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে রিট

কারা দিয়েছিল সেই ১৫০ গ্রাম গাঁজা ও আধা বোতল মদ?

শুক্রবার মধ্যরাতে যা ঘটেছিল সাংবাদিক আরিফের বাসায় (ভিডিও)

প্রতিশোধ নিতেই আইনের অপপ্রয়োগ!

‘ডিসি অফিসে নিয়ে সাংবাদিক আরিফকে চোখ বেঁধে বিবস্ত্র করে পেটানো হয়’

মধ্যরাতে আরিফকে গ্রেফতার করে সাজা: রংপুরের বিভাগীয় কমিশনারকে তদন্তের নির্দেশ
আরিফের ওপর অন্যায় হয়ে থাকলে ডিসিকে প্রশ্নের মুখোমুখি হতে হবে: প্রতিমন্ত্রী

‘রাতে দরজা ভেঙে ঘরে ঢুকতে পারেন না মোবাইল কোর্ট’

মোবাইল কোর্টে আরিফকে সাজায় ক্ষুব্ধ মন্ত্রিপরিষদ বিভাগ, তদন্তের নির্দেশ

 কুড়িগ্রামের ডিসির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রীকে প্রশ্ন করতে বললেন আইনমন্ত্রী

‘তুই অনেক জ্বালাচ্ছিস- বলে মারতে মারতে নিয়ে যায় আরিফকে’

মধ্যরাতে বাড়ি থেকে সাংবাদিককে ধরে নিয়ে মোবাইল কোর্টে এক বছরের জেল

মধ্যরাতে সাংবাদিক আরিফুলকে তুলে নিয়ে গেলো মোবাইল কোর্ট

আরিফের আটক ও সাজার আইনি ব্যাখ্যা দিতে পারেননি ডিসি সুলতানা

কাবিখা’র টাকায় পুকুর সংস্কার করে ডিসি’র নামে নামকরণ!

/টিএন/আপ-আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা