X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

৭৬৩ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার

লিয়াকত আলী বাদল, রংপুর
২৭ আগস্ট ২০২০, ০৮:২৮আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৮:২৮

র‌্যাবের হাতে আটক দুই অভিযুক্ত এবং উদ্ধারকৃত ফেনসিডিল, গাঁজা, মোবাইল ও নগদ টাকা রংপুর র‌্যাব ১৩ এর একটি দল মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর তাজহাট থানার সদর পাড়া এলাকায় একটি পাথর বোঝাই ট্রাকে তল্লাশী চালিয়ে ৭৬৩ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। ট্রাকটিও জব্দ করা হয়। রংপুর র‌্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোতূর্জা বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব বুধবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন সদরপাড়া এলাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন জনৈক মো. জহুরুল ইসলাম লিটনের ‘লিটন অটো ওয়ার্কসপ’-এর সামনে ফাঁকা রাস্তার ওপর সন্দেহজনক পাথর বোঝাই একটি ট্রাক তল্লাশী করে। এ সময় ট্রাকের সামনের কেবিনে ড্রাইভার সিটের পিছনে স্টিলের বাকশের ভিতরে বিশেষ কায়দায় ৩টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা ও ১টি পাটের বস্তায় লুকানো ৭৬৩ বোতল ফেনসিডিল এবং ২টি টি লাল রংয়ের ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ১০ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় মাদক ব্যবসায়ী মো. রাসেল মিয়া, পিতা-মো. নয়ন মিয়া, গ্রাম নবগ্রাম, থানা-মানিকগঞ্জ এবং মো. রাব্বি পিতা-মো. শহিদ, গ্রাম রায়দক্ষিণ, থানা-সিংগাইর, উভয় জেলা মানিকগঞ্জকে গ্রেফতার করে।

জব্দ করা ট্রাক এছাড়াও ট্রাক, ১১২ সিএফটি ভাঙা পাথর, ২টি মোবাইল ফোন, ১টি সিমকার্ড এবং মাদকদ্রব্য বিক্রি করা ৮ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই মাদক ব্যবসায়ী স্বীকার করে কুড়িগ্রাম থেকে ফেনসিডিলি ও গাঁজা নিয়ে সিরাজগঞ্জ এবং গাজীপুরে সরবরাহের কথা ছিল তাদের।

এছাড়াও তারা পাথর ও বিভিন্ন মালামাল বহনের নামে অবৈধভাবে মাদকদ্রব্য, ফেনসিডিল ও গাঁজা ট্রাক এবং গণপরিবহনেরে মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করে।

রংপুর র‌্যাব ১৩ মিডিয়া অফিসার এএসপি খন্দকার গোলাম মোতূর্জা জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ী জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তা যাচাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
শাহবাগের কর্মসূচিতে মিছিল নিয়ে যুক্ত হলো ইসলামী আন্দোলন
শাহবাগের কর্মসূচিতে মিছিল নিয়ে যুক্ত হলো ইসলামী আন্দোলন
পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধায়ক পর্ষদের বৈঠক হয়নি: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী
পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধায়ক পর্ষদের বৈঠক হয়নি: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী
আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইসলামী আন্দোলন: মহাসচিব
আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইসলামী আন্দোলন: মহাসচিব
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু