X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

গোপালগঞ্জ পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ২৩:৪৯আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ০০:৪৬

গোপালগঞ্জে চালু হয়েছে পিসিআর ল্যাব

গোপালগঞ্জ পিসিআর ল্যাবে আজ বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

জেলার শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের ৬ষ্ঠ তলায় এই পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ কার্যক্রমের শুভ সূচনা করেন। 

এসময় মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, বিএমএ সাধারণ সম্পাদক ডা. হুমায়ুন কবিরসহ চিকিৎসক ও টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন। 

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের প্রচেষ্টায় ‘সামিট গ্রুপ’ গোপালগঞ্জে এ পিসিআর ল্যাব স্থাপন করে। 

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, আগে ঢাকা, খুলনা ও ফরিদপুরে পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হতো। ২/৩ দিন পর করোনা পরীক্ষার ফল পাওয়া যেতো। এখন প্রতিদিনের ফল প্রতিদিন পাওয়া যাবে। এটা জেলাবাসীর অনেক দিনের চাওয়া ছিল। 

এ ল্যাবে প্রতি শিফটে ৯৪টি করে নমুনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন ৩/৪ শিফটে ২শ’ থেকে ৩শ’ নমুনা পরীক্ষা করা হবে। এ ল্যাবে ১৪ জন চিকিৎসক ও ১০ জন টেকনোলিজিস্ট কাজ করবেন। 

গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. খান গোলাম মোস্তফা বলেন, এখানে ল্যাব স্থাপনের ফলে জেলাবাসী সুফল ভোগ করবেন। আজ থেকে জেলাবাসী প্রতিদিনই করোনা পরীক্ষার রেজাল্ট পাবেন। এ জেলাসহ আশপাশের জেলার মানুষও এখান থেকে ১০০ টাকার খরচ করে করোনা পরীক্ষা করাতে পারবেন। 

জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, এই এলাকার মানুষের জন্য একটি বড় চাওয়া ছিল করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপন। আজ গোপালগঞ্জবাসীর সে আশা পূরণ হলো। করোনার দ্বিতীয় ওয়েবকে মোকাবিলা করতে এ পিসিআর ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মন্তব্য করেন। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ