X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রবির সঙ্গে চুক্তি: সাশ্রয়ী মূল্যে ১৫ জিবি ডাটা পাবেন চবি শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ অক্টোবর ২০২০, ১১:২৪আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১১:২৪

রবির সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে অতিথিরা করোনাভাইরাস মহামারিকালে অনলাইন কার্যক্রমে সব শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে শিক্ষার্থীদের প্রতি মাসে সাশ্রয়ী মূল্যে ১৫ জিবি ডাটা প্যাক প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সাশ্রয়ী মূল্যে ডাটা গ্রহণ করতে মোবাইল অপারেটর রবি’র সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নগরীর চট্টেশ্বরী সড়কে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এই সমঝোতা স্মারকে সই করেন চবি’র রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এবং রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল।

এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রণীত তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা তাদের নির্ধারিত মোবাইল নম্বরে প্রতি মাসে ১৫ জিবি ডাটাপ্যাক পাবেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতার বলেন, ‘দেশে করোনা পরিস্থিতির কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই মহামারিতে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনভিত্তিক ক্লাস চালু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের শতভাগ ক্লাসমুখী করতে সব শিক্ষার্থীকে প্রতিমাসে সাশ্রয়ী মূল্যে ১৫ জিবি ডাটা প্যাক প্রদান করা হবে।’

তিনি আরও বলেন, ‘সাশ্রয়ী মূল্যে ডাটা প্রদান এবং সামাজিক দায়বদ্ধতার নিরিখে শিক্ষার্থীদের বৃহত্তর কল্যাণে এগিয়ে আসার জন্য রবি আজিয়াটা লিমিটেডের সর্বোচ্চ কর্ণধার এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

রবি’র চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার আদিল হোসেন নোবেল বলেন, ‘ডিজিটাল কোম্পানি হিসেবে দেশের সব ক্ষেত্রে ডিজিটাল জীবনধারা প্রসারের লক্ষ্যে কাজ করে যাচ্ছে রবি। এরই ধারাবাহিকতায় করোনা মাহামারি চলাকালে শিক্ষার্থীরা যেন অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে পারেন, এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে প্রযুক্তিগত ও ডাটা সুবিধা প্রদান করছি আমরা। সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাশ্রয়ী মূল্যে ডাটা সরবরাহ করবো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে পেরে গর্বিত রবি।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, ডিনবৃন্দ, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং রবির জেনারেল ম্যানেজার আরিফ আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে 'দেরি করে আসায়' ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
শেষ দিকে বৃথা গেলো চেষ্টা, ৪ রানে হেরেছে পাকিস্তান 
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা