X
শনিবার, ১০ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

নিজামীর গ্রামে একদিকে আনন্দ আরেকদিকে শোক

পাবনা প্রতিনিধি
১১ মে ২০১৬, ০৯:১৯আপডেট : ১১ মে ২০১৬, ০৯:১৯

নিজামীর গ্রাম মনমথপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির খবরে পাবনার সাঁথিয়া উপজেলার মনমথপুর গ্রামে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ফাঁসির খবর পাওয়ার পরপরই শুরু হয় আনন্দ মিছিল মিষ্টি বিতরণ। মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন। তবে ভোর ছয়টায় নিজামীর মরদেহ মনমথপুরে এসে পৌঁছানোর পর তার আত্মীয়-স্বজন ও জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

বুধবার সকাল পৌনে ৭টায় সাতটায় নিজামীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় কবরস্থান প্রাঙ্গনে। নিজামীর বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন জানাজার ইমামতি করেন। পরে কবরস্থানে দাফন সম্পন্ন হয়। পুলিশ জানাজা ও দাফন কাজের ছবি তোলায় বাধা দেয়।

এর আগে নিজামীর লাশবাহী অ্যাম্বুলেন্স বহর মনমথপুর গ্রামে পৌঁছালে তার বাড়ির সামনে আত্মীয়-স্বজন ও গ্রামবাসী নারী-পুরুষ ভিড় জমান। তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। জানাজায় অংশ নিতে জামায়াতের জেলা আমীরসহ উপজেলা জামায়াত শিবিরের নেতা কর্মী ও এলাকাবাসী জড়ো হন।

এদিকে নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়া খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনমথপুর সহ আশপাশের এলাকায় শুরু হয় আনন্দ মিছিল, মিষ্টি খাওয়া। নিজামীর নিজ গ্রাম সাঁথিয়ার মনমথপুরে যাওয়ার পথে শিমুলতলায় প্রায় ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে অবস্থান নেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও স্থানীয় জনতা।

এদিকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রায় ৩ প্লাটুন বিজিবি, র‌্যাবের স্ট্রাইকিং ফোর্স ছাড়াও সাঁথিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, নাশকতা প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সাক্ষীদের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম নিজামীর কবর কাটার অনুমতি দেন। নিজামীর মরদেহ তার গ্রামে পৌঁছালে সেখানে তার বড় ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন তার বাবার মরদেহ গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামের কাছ থেকে। 

আরও পড়ুন- 

অবশেষে শহীদ পরিবারে স্বস্তি
বৃহস্পতিবার জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ২০ কিলোমিটার যানজট
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
চলচ্চিত্র পরিচালক সমিতির নেতৃত্বে দুই শাহীন!
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
শনিবার সারা দেশে গণজমায়েতের ডাক হাসনাতের
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের