X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বগুড়ায় বন্দুকযুদ্ধে নিহত কাউসার ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন!

জয়পুরহাট প্রতিনিধি
০৮ জুন ২০১৬, ২১:২১আপডেট : ০৮ জুন ২০১৬, ২১:২৯

বগুড়া বগুড়ার শিবগঞ্জে বন্দুকযুদ্ধে নিহত জঙ্গি মিজানুর রহমান কাউসার চলতি বছরের ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এ দাবি করেছেন তার বড় বোন জয়পুরহাট সদর উপজেলার দন্ডপানি গ্রামের নূরবানু। তিনি দাবি করেন, তাকে ওই সময়েই আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল।
নিহত কাউসারের বড় বোন নূরবানু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ১৫ এপ্রিল তার একমাত্র ভাই মিজানুর রহমান কাউসারকে সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন জয়পুরহাট পৌর সদরের তেঘর রেলগেট এলাকা থেকে তুলে নিয়ে যায়। এরপর তারা কাউসারের কোনও খোঁজ পাননি। বুধবার সকালে টেলিভিশনের মাধ্যমে তারা জানতে পারেন কাউসার বন্দুকযুদ্ধে বগুড়ার শিবগঞ্জ এলাকায় নিহত হয়েছেন।
নূরবানু আরও জানান, ১৫ এপ্রিলের পর থেকে তার ভাইকে তিনি জয়পুরহাট ও বগুড়ার সদর থানাসহ ডিবি অফিস ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে একাধিকবার খুঁজেও পাননি।
কাউসারের মৃত্যুর খবরের পর বুধবার সকাল দশটার দিকে কোমরগ্রাম দক্ষিণপাড়ায় তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা গেছে সেখানে কেউ নেই। তার স্ত্রী রশিমা বেগম দশ মাসের একমাত্র ছেলেকে নিয়ে বাবার বাড়ি জয়পুরহাট শহরের বাগিচাপাড়ায় থাকেন। ষাটোর্ধ্ব বয়সের মা মজিদা বেগম মেয়ের বাড়িতে আছেন।

পরে কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের পাশের একটি দোকানে দেখা মেলে তার চার বোন নুরবানু, নুর বকুল, নুরজাহান ও নুরুন্নেছার সঙ্গে। সবাই ওই দোকানে থাকা স্থানীয় ইউপি সদস্য খায়রুল আলম মিঠুর কাছে ভাইয়ের মৃতদেহ ফেরত পাওয়ার সহযোগিতা চেয়ে কান্নাকাটি করছিলেন।

এ সময় কাউসারের অপর বোন নুরুন্নেছা দাবি করেন, ১৫ এপ্রিলের পর কাউসারকে খুঁজে না পেয়ে তারা ওই সময়ে জয়পুরহাট সদর থানায় ভাই হারানোর একটি জিডিও করেছিলেন।

তবে জয়পুরহাট সদর থানায় জিডির বিষয়ে খোঁজ নিয়ে কোনও তথ্য পাওয়া যায়নি।

কোমরগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদ আলম বলেন, শুধু কাউসার নয় জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কোমরগ্রামের মোহসীন ও ইয়াছিন নামের আরও দুজন পুলিশের হাতে গ্রেফতার রয়েছেন।তারা এখন কী অবস্থায় আছেন সে খবরও তাদের পরিবার সদস্যরা জানেন না।

তবে তিনি বলেন, দিনমজুর হলেও কাউসার প্রায় সময় দামি দামি মোটর সাইকেল নিয়ে গ্রামে ঘুরতেন। তার চলাফেরায় এলাকার মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য খায়রুল আলম মিঠু বলেন, শিবগঞ্জের শিয়া মসজিদে হামলার অভিযোগে এলাকা থেকে ইয়াছিন নামের এক ব্যক্তিকে আটকের পর এলাকায় জঙ্গিদের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের নাম তিনি প্রকাশ করতে শুরু করেন।

ইউপি সদস্য আরও বলেন, এরপর থেকে কোমরগ্রামে কাউসারের বাড়িতে একাধিকবার পুলিশ হানা দিয়েও তাকে গ্রেফতার করতে পারেনি। পরে শুনেছি সাদা পোশাকে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এরপর থেকে তাকে আর এলাকায় দেখা যায়নি।

আরও পড়ুন:

তদন্তে বড় বাধা অকেজো সিসিটিভি, ১৩৯টির মধ্যে সংযোগ বিচ্ছিন্ন ১২৬টির

/এইচকে/টিএন/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক