X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাস্তা থেকে ধরে পুকুরে ধাক্কা: ৫০ জনকে আসামি করে অধ্যক্ষের মামলা

রাজশাহী প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ২৩:৪০আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ২৩:৪৫

অধ্যক্ষকে পুকুরে ফেলা হচ্ছে (ইনসেটে- অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ)

রাস্তা থেকে ধরে নিয়ে পুকুরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ। শনিবার (২ নভেম্বর) রাত ৯টায় তিনি নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেন। এ তথ্য নিশ্চিত করে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. গোলাম মোস্তফা বলেন, ‘৫০ আসামির মধ্যে আটজনের নাম উল্লেখ করেছেন অধ্যক্ষ।’

মামলায় নাম উল্লেখ করা হয়েছে যাদের, তারা হলেন–কম্পিউটার বিভাগের শেষ বর্ষের ছাত্র ও শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন সৌরভ, ইলেক্ট্রনিক্স ৫ম পর্বের শিক্ষার্থী মুরাদ, পাওয়ার বিভাগের সাবেক ছাত্র শান্ত, ইলেক্ট্রনিক্স বিভাগের সাবেক ছাত্র বনি, মেকাটনিক্স বিভাগের সাবেক ছাত্র হাসিবুল ইসলাম শান্ত, ইলেক্ট্রো-মেডিক্যাল বিভাগের সাবেক ছাত্র সালমান টনি, একই বিভাগের ৭ম পর্বের ছাত্র হাবিবুল ও কম্পিউটার বিভাগের সাবেক ছাত্র মারুফ।

রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের দাবি, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় জড়িতরা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ঘটনার সময় তাদের কয়েকজনের মুখ রোমালে বাঁধা ছিল। রাতের মধ্যেই অভিযুক্তরা গ্রেফতার না হলে রবিবার (৩ নভেম্বর) থেকে কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

এদিকে, অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, ‘তারা ছাত্রলীগের নেতাকর্মী। তারা আমাকে হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটিয়েছে। তারা বিভিন্ন সময় শিক্ষার্থীদের থেকে চাঁদা নেয়। এই ধরনের অনেক অভিযোগ আসে আমার কাছে। শিক্ষার্থীরা টাকা না দিলে তাদের মারধরের হুমকি দেয়। তারা শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও নিয়ম-কানুন তোয়াক্কা করে না। ক্লাস করে না, পরীক্ষা দেয় না। ক্লাস থেকে শিক্ষার্থীদের ধরে বিভিন্ন মিছিল-মিটিংয়ে নিয়ে যায়।’

এদিকে, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি রকি কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব। শনিবার রাতে রাজশাহীর মহানগর ছাত্রলীগের দফতর সম্পাদক ফজলে রাব্বির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধ্যক্ষকে পুকুরে ফেলে দেওয়ার ঘটনা তদন্তে নগর ছাত্রলীগের সহ-সভাপতি কল্যাণ কুমার জয়, প্রণব সরকার, জহুরুল ইসলাম, নাসির উদ্দিন রুবেল, যুগ্ম-সম্পাদক তাসকিন পারভেজ সাতিল ও মিলন কুমার সরকারকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার জন্য বলা হযেছে।

আরও পড়ুন— অধ্যক্ষকে রাস্তা থেকে তুলে পুকুরে ফেলে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা! (ভিডিও)

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার দায়িত্ব সরকারের: মঈন খান
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মোমবাতি জ্বালিয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা, ‘বিদ্যুৎবিভ্রাট’ বলছে কর্তৃপক্ষ
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
মিসরে চলমান যুদ্ধবিরতির আলোচনা, গাজায় বোমা ফেলছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি